অন্য দেশে বসতি গড়তে চান, জেনে নিন বিশ্বের সেরা সৌন্দর্যের দেশগুলির নাম
Connect with us

আন্তর্জাতিক

অন্য দেশে বসতি গড়তে চান, জেনে নিন বিশ্বের সেরা সৌন্দর্যের দেশগুলির নাম

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অন্য দেশ বা অন্য শহরে স্থানান্তরিত হওয়ার পরিকল্পনা করেছেন? কর্মসূত্রে হোক কিংবা অন্য কোনও কারণে অন্য দেশে প্রবাসী হয়ে বসবাস করতে গেলে তার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখুন। তবে উইকিপিডিয়া ঘেঁটে এখন আর সেরা দেশের নাম খুঁজতে হবে না। আপনার সেরা দেশ খুঁজে বের করার সমস্যার সমাধান করে দিয়েছে অস্ট্রেলিয়ার একটি ওয়েবসাইট।

Vivre au Canada : démarches, famille, travail... Tout savoir

ঐ সমীক্ষায় দেখানো হয়েছে, এই মুহুর্তে সেরা দেশের প্রথম দশের তালিকার শীর্ষে রয়েছে কানাডা। ভারত রয়েছে অষ্টম স্থানে। অস্ট্রেলিয়ার ওয়েবসাইটি বেশ কয়েকটি বিষয়কে সামনে রেখে সমীক্ষাটি চালিয়েছে। স্থানান্তরিত দেশটির অর্থনীতি, শিক্ষার মান, দৈনন্দিন জীবন ধারা, কর্মসংস্থান, এই ধরনের বেশ কয়েকটি বিষয়কে সমীক্ষার মান হিসেবে তুলে ধরা হয়েছে।

Best Things to Do in Greece | Reader's Digest

স্থানান্তরিত দেশ হিসেবে প্রথম দশে কানাডা, জাপান, চিন ও ভারত ছাড়াও স্পেন রয়েছে তিন নম্বর স্থানে। ফ্রান্সের স্থান পাঁচ নম্বরে। তুরস্ক ও দক্ষিণ আফ্রিকা রয়েছে যথাক্রমে ছয় ও সাত নম্বর স্থানে। ভারতের পরই নয় নম্বর স্থানে রয়েছে অস্ট্রেলিয়া।

Advertisement

The 10 Best 5 Star Hotels in Fiji 2022 (with Prices) - Tripadvisor

দশে যুগ্মভাবে রয়েছে গ্রিস ও ফিজি। সবেচেয়ে কাঙ্খিত দেশ হিসেবে কেন অষ্টম নম্বরে ভারত? সমীক্ষায় স্থানান্তের জন্য ভারতকে ৮ নম্বর স্থানে রাখা হয়েছে। আর এক্ষেত্রে ভারতকে সবচেয়ে বেশি পছন্দ করেছেন বাংলাদেশ, লিবিয়া, নাইজেরিয়া, সংযুক্ত আরব আমিরশাহী, ফিনল্যান্ড, ভুটান এবং আইভরি কোস্টের বাসিন্দারা।

For The First Time, Trans Bhutan Line Will Open After 60 Years

সমীক্ষায় দেখা গিয়েছে, অধিকাংশ দেশেরই প্রথম পছন্দ হল কানাডা। প্রথম দশে এশিয়ার দেশগুলির মধ্যে ভারত রয়েছে অষ্টম স্থানে। এছাড়া জাপান ও চিন রয়েছে যথাক্রমে দুই এবং চার নম্বর স্থানে।

Japan is testing a return to tourism | CNN Travel

জানা গিয়েছে, সেরা দেশের সমীক্ষার ঊর্ধ্বে থাকা দেশগুলি শুধু অর্থনৈতিক দিক থেকেই সমৃদ্ধ নয়। এই সব দেশের আর্থ সামাজিক পরিবেশ, সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং সেবা-পরিষেবা অনেক বেশি উন্নত। তাই এই সমস্ত দেশগুলি প্রবাসীদের কাছে সব থেকে আগে প্রাধান্য পেয়েছে। 

Advertisement

More beautiful than Europe': Indians flock to Kashmir's lakes, boats | CNN  Travel

সেরা দশের তালিকায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা ছাড়াও রয়েছে ডেনার্কের রাজধানী কোপেনহেগেন এবং সুইৎজারল্যান্ডের রাজধানী জুরিখে। সুইস শহর জেনেভা ষষ্ঠ, জার্মানির ফ্রাঙ্কফুর্ট সপ্তম এবং নবম স্থানে রয়েছে নেদারল্যান্ডসের আমস্টারডাম।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.