যুদ্ধের ২৬৫ বছর পার, অবহেলায় ধুঁকছে সিরাজের বিশ্বস্ত সৈনিকের কবরস্থান!
Connect with us

বাংলার খবর

যুদ্ধের ২৬৫ বছর পার, অবহেলায় ধুঁকছে সিরাজের বিশ্বস্ত সৈনিকের কবরস্থান!

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বৃহস্পতিবার (২৩ জুন) পলাশী যুদ্ধ দিবস। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে এই দিনে ইংরেজ শাসক লর্ড ক্লাইভের সংঘর্ষ হয়েছিল পলাশীর প্রান্তরে।

 মীরমদন ছিলেন নবাবের গোলন্দাজ বাহিনীর প্রধান ও সেনাপতি যার সমাধী রয়েছে রেজিনগরে। ১৭৫৭ সালে ২৩ জুন নদীয়ার পলাশীর আমবাগানে নবাব বাহিনীর সঙ্গে ইংরেজ সেনাবাহিনীর যুদ্ধ হয়। প্রধান সেনাপতি মিরজাফরের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজদৌল্লার শোচনীয় পরাজয় হয়।

পলাশীর যুদ্ধে মীরজাফরের নির্দেশে ইয়ার লুতফ খান, রায় দুর্লভ প্রভৃতি নিষ্ক্রিয় থাকলেও নবাবের দুই বিশ্বস্ত সেনাপতি মীরমদন খান ও মোহনলাল বীরবিক্রমে যুদ্ধ চালিয়ে যান। মীরমদন ছিলেন নবাবের গোলন্দাজ বাহিনীর প্রধান।

Advertisement

আরও পড়ুন: বিদ্যুৎ পরিষেবা ছাড়াই সাফল্যের চুড়ায় অর্পিতা

মীরমদনের নেতৃত্বে গোলন্দাজ বাহিনীর আক্রমণে ইংরেজ বাহিনী ছত্রভঙ্গ হয়ে যায়। পরিস্থিতি আন্দাজ করে মীরজাফর নবাবকে যুদ্ধ বন্ধ রাখার সুপারিশ করেন। তরুন নবাব মিরজাফরের দ্বারা প্রভাবিত হয়ে যুদ্ধ বন্ধের নির্দেশ দেন দুপুরে বৃষ্টি নামলে নবাবের গোলাবারুদ ভিজে যায়। যুদ্ধ চলাকালীন গোলার আঘাতে মীরমদন আহত হয়ে মারা যান।

আরও পড়ুন: ED-র তলবে ছেলেকে নিয়ে CGO কমপ্লেক্সে পৌঁছলেন রুজিরা বন্দ্যোপাধ্যায়

Advertisement

মীরমদনের কয়েকজন বিশ্বস্ত সৈনিক তাকে মুর্শিদাবাদের রেজিনগরের ফরিদপুরে ভাগিরথীর পাড়ে সমাধিস্ত করেন। পলাশি যুদ্ধের অন্যতম নায়ক মীরমদন অবহেলায় কবরে শায়িত রয়েছেন এখনও। 

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.