খেলা-ধূলা
ভরত অরুণকে বোলিং কোচ করল কেকেআর! স্বাগত জানালেন ম্যাকালাম

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দল থেকে তাঁর চাকরি গিয়েছিল। তারপর থেকেই জল্পনাটা শোনা যাচ্ছিল। শুক্রবার সেটাই সত্যি হল। ভারতীয় দলের সদ্য প্রাক্তন কোচ ভরত অরুণকে বোলিং কোচ করল কলকাতা নাইটরাইডার্স।
মহম্মদ শামি, যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজদের নিয়ে ভারতের বোলিং বিভাগকে শক্তিশালী করার পিছনে ভরতের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাই তাঁর মতো কোচ দলে আসায় নাইটদের বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে বলেই মনে করছে টিম ম্যানেজমেন্ট। নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত ভরত বলেছেন, ‘আমি খুবই উত্তেজিত। কলকাতা নাইট রাইডার্সের মতো সফল একটা দলের বোলিং কোচ হতে পেরে খুবই ভালো লাগছে। আইপিএল এবং অন্য টি- টোয়েন্টি লিগে কলকাতা নাইট রাইডার্স শুধু সফলই নয়, তাদের পেশাদারিত্ব আমায় মুগ্ধ করেছে।
‘ ভরত অরুণের বোলিং কোচ হওয়া নিয়ে নাইট কোচ ব্রেন্ডন ম্যাকালাম বলেছেন, ‘ভরতের আন্তর্জাতিক মঞ্চে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ভারতীয় দলের সঙ্গে ও দীর্ঘদিন যুক্ত ছিল। ওর অভিজ্ঞতা দলকে আরও শক্তিশালী করবে বলেই আমরা মনে হয়। দলের বোলারদের আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে ভরত।’ কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর বলেছেন, ‘ভরত অরুণের মতো অভিজ্ঞ ও দক্ষ কোচ যোগ দেওয়ায় দল আরও শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস।’