কেকে-র মৃত্যুতে শোকজ্ঞাপন বলিউড থেকে টলিউড
Connect with us

বিনোদন

কেকে-র মৃত্যুতে শোকজ্ঞাপন বলিউড থেকে টলিউড

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দিল্লিতে শুরু হয়েছিল যাত্রা, শেষ হল কলকাতায়। ৩১ তারিখ শ্রী গুরুদাস মহাবিদ্যালয়ের জন্য শো করতে এসেছিলেন। এদিন অনুষ্ঠানে সময়ই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ তিনি মঞ্চে ওঠেন। এদিন অনুষ্ঠানের শুরুতে গন্ডোগোল শুরু হয়। প্রবেশের সময় ছাত্রদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এরপর ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করা হয় বলেই জানা গিয়েছে। সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে বাংলা, হিন্দি, তামিল, কণ্ণড়, মালয়ালাম, মারাঠি, অসমিয়া ভাষায় গান গেয়েছেন। হঠাৎই সঙ্গীতশিল্পী কেকে-র প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা বলিউড থেকে টলিউড।

বলিউড অভিনেতা অক্ষয় কুমার লিখেছেন, ‘কেকে-এর এই অকাল প্রয়াণ সত্যিই মেনে নেওয়া যায় না। বলিউড সহ সংগীতজগতে এই শূণ্যস্থান কখনও পূরণ করা সম্ভব নয়।’

সংগীতশিল্পী হার্সদ্বীপ কর লিখেছেন, ‘কেকে-এর প্রয়াণে চোখের জল আটকানো সম্ভব নয়। তাঁর মতো একজন শিল্পীর মৃত্যুকে মেনে নেওয়া খুবই কষ্টের। তাঁর গানের মধ্যে দিয়েই চিরদিন তাঁকে স্মরণে রাখব।’

Advertisement

বলিউডের পরিচালক-প্রযোজক করণ জোহর টুইটে শোকপ্রকাশ করে লিখেছেন, ‘কেক-এর মতো একজন ট্যালেন্টেড শিল্পীর প্রয়াণে সংগীতজগতে নক্ষত্রপতন হল…সেই বিষয়ে কোনও দ্বিমত নেই। বিনোদন জগত আজ যেন তার অভিভাবককে হারিয়ে ফেলল।’

রীতেশ দেশমুখও কেক-এর প্রয়াণে শোকাহত, লিখেছেন, ‘এত অল্প বয়সে কেকে-এর প্রয়াণ সত্যিই অবিশ্বাস্য। সঙ্গীতজগতের এই ছন্দপতন মেনে নেওয়া যায় না। কেকে-এর পরিবারের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইল।’

কুমার শানু জানিয়েছেন, ভয়ঙ্কর খবর! এখনও বিশ্বাস হচ্ছে না কেকে আর আমাদের মধ্যে নেই। এখনকার সময়ে যত গায়ক-গায়িকা রয়েছেন, তাঁধের মধ্যে সবচেয়ে সক্ষম শিল্পী ছিলেন উনি। সব ধরনের গান গাইতে পারতেন। শৈল্পিক বৈচিত্র্যে ভর্তি ছিলেন উনি।

Advertisement

প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ট্যুইটে এ মৃত্যু নিয়ে লিখেছেন, ‘স্তম্ভিত! একটা না ভুলতে পারা কণ্ঠস্বর, কেকে চিরকাল আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন। পরিবার, বন্ধু ও শুভাকাঙ্খীদের প্রতি গভীর সমবেদনা’। ট্যুইট করেছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি লিখেছেন, ‘কেকের কথা জেনে স্তম্ভিত। ভাষা হারিয়ে ফেলেছি… কী বলব বুঝতে পারছি না। রেস্ট ইন পিস’।
দেবও ট্যুইটে তাঁর শোক বার্তা দিয়েছেন। লিখেছেন, ‘জানি না কী বলব… রেস্ট ইন পিস কেকে’। ট্যুইটে নিজেদের মনের কথা জানিয়ে শোক বার্তা দিয়েছেন জিৎ গঙ্গোপাধ্যায়, ইমন চক্রবর্তী, অনুপম রায়ের সঙ্গে বাংলার তারকা সঙ্গীতশিল্পীরাও।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.