মন কি বাতের অনুষ্ঠানে কিলি পলকে বিশেষ বার্তা মোদির, তারপর যা হল...
Connect with us

আন্তর্জাতিক

মন কি বাতের অনুষ্ঠানে কিলি পলকে বিশেষ বার্তা মোদির, তারপর যা হল…

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেশকিছু দিন ধরেই ইন্টারনেট দুনিয়ায় সেনসেশনে রয়েছেন সুদূর তানজিনিয়ার (Tanzania) দুই ভাইবোন কিলি পল (Kili Paul) এবং নিমা পল (Neema Paul)। বলিউড থেকে টলিউড বিভিন্ন সময়ে নানারকম জনপ্রিয় গানে তাল মেলাতে দেখা গিয়েছে এই দুই তানজিনিয়ান নাগরিককে। আর তাঁদের এই ভুবন ভোলানে ইন্সটা রিলে মজেছে গোটা দুনিয়া।

সম্প্রতি ভাইরাল হওয়া ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গান থেকে শুরু করে দক্ষিণ ভারতের আল্লু অর্জুন-রশ্মিকা মন্দানার ‘সামি’ গানেও কোমর দোলাতে দেখা গিয়েছে এই দুই ভাইবোনকে। আর যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। তাঁদের রিল ভিডিয়োতে মজেছে নেটিজেনরাও।

শুধু তাই নয়, দুই ভাইবোন কিলি পল (Kili Paul) এবং নিমা পল (Neema Paul) এর অসামান্য এই প্রতিভাকে কুর্নিশ জানাতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে তাঁদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

Advertisement

জানা গিয়েছে, মোদির ৮৬ তম মন কি বাত অনুষ্ঠানে তানজিনিয়ার এই দুই ভাইবোনের প্রশংসা শোনা যায় তাঁর মুখে। এদিন তিনি বলেন, ” সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গাওয়া জাতীয় সঙ্গীত থেকে শুরু করে বাংলা হিন্দি বিভিন্ন গানে ‘লিপ সিং’ করে রিলের মাধ্যমে আট থেকে আশি সকলের মন জিতে নিয়েছেন কিলি পল এবং নিমা পল। তাঁদের এই সুন্দর প্রতিভায় অন্যদের মতো তিনিও খুব গর্বিত।”

অন্যদিকে নরেন্দ্র মোদির এই টুইট বার্তা শেয়ার করে একটি পোস্টে কিলি পল লিখেছেন, ” ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফ থেকে পাওয়া শুভেচ্ছা বার্তায় আমি আপ্লুত। অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন স্যার। আপনার এই শুভেচ্ছা বার্তা ভবিষ্যতে আমাকে এই ধরনের ভিডিয়ো বানাতে আরও উৎসাহ যোগাবে।”

এছাড়াও কিলি পল (Kili Paul) প্রধানমন্ত্রীর পোস্টের দুটি স্ক্রিনশট নিয়ে নিয়ের সোশ্যাল মিডিয়ার ওয়ালে পোস্ট করেছেন।

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি কিলি পলকে ইন্ডিয়ান হাইকমিশনের তরফ থেকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়েছে। তানজিনিয়ায় নিযুক্ত ইন্ডিয়ান ডিপ্লোম্যাট বিনয় প্রধান বেশকিছু দিন আগে কিলি পলের পুরস্কার নেওয়ার সময়ের কয়েকটা ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে শুধু কিলি পল একা নয়, ইন্টারনেট দুনিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছেন তাঁর বোন নিমা পলও। টলিউড টু বলিউড বিভিন্ন গান, এমনকি মজার ভিডয়োর রিল বানাতেও দেখা যায় তাঁকে।