দেশের খবর
রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে পালিত হল ক্ষুদিরাম বসুর ১৩৩ তম জন্মদিন

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভারতের স্বাধীনতা সংগ্রামের বীর শহীদ ক্ষুদিরাম বসুর আজ ১৩৩ তম জন্মদিন। ১৮৮৮ সালের ৩ ডিসেম্বর জন্মগ্রহণ করেন ক্ষুদিরাম বসু। মাত্র ১৯ বছর বয়সে শহীদ হন। রায়গঞ্জ পৌরসভার উদ্যোগে আজ ক্ষুদিরাম বসুর জন্মদিন পালন করা হয়।
উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার কাউন্সিলর চৈতালি ঘোষ সাহা, সুদেব দাস, কাউন্সিলর বরুণ বন্দ্যোপাধ্যায় , রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। রায়গঞ্জ শহরের দেহশ্রি মোড়ে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদানের পাশাপাশি ক্ষুদিরাম বসুর জীবনী এবং তাঁর স্বাধীনতা সংগ্রাম নিয়েও আলোচনা হয়। পৌরসভার সংস্কৃতি বিভাগের দায়িত্বে থাকা কাউন্সিলর চৈতালি ঘোষ সাহা ক্ষুদিরাম বসুকে স্মরণ করতে গিয়ে স্বাধীনতা আন্দোলনে ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের কথা তুলে ধরেন। চৈতালি ঘোষ ছাড়াও উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিরা দেশের স্বাধীনতা সংগ্রামে ক্ষুদিরাম বসুর আত্মত্যাগের কথা তুলে ধরেন।