Viral Video: খাঁকি পোষাক পরে 'কাঁচাবাদাম' গানে কোমর দুলিয়ে বিতর্কে পুলিশ আধিকারিক
Connect with us

ভাইরাল খবর

Viral Video: খাঁকি পোষাক পরে ‘কাঁচাবাদাম’ গানে কোমর দুলিয়ে বিতর্কে পুলিশ আধিকারিক

Rate this post

বেঙ্গল এক্সপ্রস নিউজ: ‘কাঁচাবাদাম’ জ্বরে ভুগছে গোটাবিশ্ব। বীরভূমের ভুবন বাদ্যকরের গাওয়া এই গান দেশের সীমানা ছাড়িয়ে ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে বিদেশের মাটিতেও। তাঁর গাওয়া কাঁচাবাদাম গানে কোমর দোলাননি এমন লোকের সংখ্যা খুঁজে পাওয়া দুস্কর। টলি হোক বা বলি কাঁচাবাদাম গানের জনপ্রিয়তা এবার ধরা পড়ল পুলিশ মহলে। আর যা নিয়ে ছড়িয়েছে নতুন বিতর্ক।

জানা গিয়েছে, সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে পুলিশের খাঁকি পোষাক পড়ে ভুবন বাদ্যকরের গাওয়া ‘কাঁচাবাদাম’ গান। আর যা নিয়ে সমালোচনার ঝড় বইয়ে গিয়েছে নেটদুনিয়ায়। পুলিশের উর্দি পড়ে কীভাবে এই ধরনের গানে নাচতে পারেন প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে কর্মরত আধিকারিকরা। তা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা।

ভাইরাল ঐ ভিডিয়োতে দেখা গিয়েছে, খাঁকি পোষাক পরে মোট পাঁচজন পুলিশ অফিসার একটি হোটেলের ব্যাঙ্কোয়েটে দাঁড়িয়ে নাচছেন। সকলেই কেরল রাজ্যের আইপিএস এবং ডিএসপি পদমর্যাদার পুলিশ অফিসার বলে জানা গিয়েছে। আর এই ঘটনার পরই একজন পুলিশ অফিসারের দায়িত্বজ্ঞান নিয়েও প্রশ্ন তোলেন নেটপাড়ার সদস্যরা।

Advertisement

আরও পড়ুন: নতুন গান রেকর্ড করতে এবার মুম্বই পাড়ি দিলেন রকস্টার ভুবন বাদ্যকর

প্রসঙ্গত, অতিসম্প্রতি ‘বাদাম,বাদাম দাদা কাঁচা বাদাম…’ গানটি গেয়ে নেটপাড়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন তিনি। তাঁর এই ভাইরাল হওয়া গান প্রশংসা কুড়িয়েছে অসংখ্য মানুষের। টলি থেকে বলি এমনকি কেন্দ্রীয় মন্ত্রীও টুইট করে ভুবন বাদ্যকরের ‘কাঁচাবাদাম’ গানের প্রশংসা করেছেন। শুধু তাই নয়, তাঁর ভাইরাল হওয়া এই গানে কোমর দুলিয়েছেন নায়ক-নায়িকারাও। এমনকি এই গান গেয়ে অসংখ্য ভারতীয়ের মন জিতে নিয়েছেন তাঞ্জিনিয়ার বাসিন্দা কিলি পল এবং নিমা পল।

<blockquote class=”twitter-tweet”><p lang=”en” dir=”ltr”>Why shouldn’t khaki have some fun. Watch out on left and right most. <a href=”https://t.co/izKTzrq0Sm”>pic.twitter.com/izKTzrq0Sm</a></p>&mdash; Da_Lying_Lama🇮🇳 (@GoofyOlives) <a href=”https://twitter.com/GoofyOlives/status/1505798434804363267?ref_src=twsrc%5Etfw”>March 21, 2022</a></blockquote> <script async src=”https://platform.twitter.com/widgets.js” charset=”utf-8″></script>

Advertisement

আরও পড়ুন: প্রতিদিন রাতে ১০ কিলোমিটার দৌড়ান তিনি, যুবকের কীর্তি অবাক করবে আপনাকেও

অন্যদিকে এরই মাঝে ভাইরাল এই সঙ্গীতশিল্পী পাড়ি দিলেন মুম্বই। যেখানে তিনি তার নতুন গান রেকর্ডিং করার জন্য পা রেখেছেন। বীরভূমের গোধূলি বেলা মিউজিক সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধে নতুন গান রেকর্ডিং করতে তিনি মুম্বই পাড়ি দিয়েছেন। এখানেই তাঁর নতুন গান ‘আমার নতুন গাড়ি’ রেকর্ড হবে এবং তা আগামী এক মাসের মধ্যে রিলিজ হবে।

Advertisement