দেশের খবর
‘দেশপ্রেমিক’ পরিচালককে ইউটিউবে ‘কাশ্মীরি ফাইলস’ আপলোড করতে বলে কটাক্ষ কেজরিওয়ালের

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: পরিচালক বিবেক অগ্নিহোত্রির ‘কাশ্মীর ফাইলস’ দেশজুড়ে ঝড় তুলে দিয়েছে। বি-টাউনের এই সিনেমার বিষয়বস্তু এখন ঢুকে পড়েছে রাজনীতির অন্দরেও। কাশ্মীরি পণ্ডিতদের দুর্দশাকে কেন্দ্র করে নির্মিত এই ছবির গল্প। যা ইতিমধ্যে ২০০ কোটির ব্যবসাও করে ফেলেছে। দেশের একাধিক রাজ্যে ছবিটিকে দর্শকদের জন্য করমুক্ত হিসেবেও ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতামন্ত্রী প্রশংসায় পঞ্চমুখ ‘দ্যা কাশ্মীরি ফাইলস’ নিয়ে।
এবার বলিউডের এই হট টপিক ‘কাশ্মীরি ফাইলস’নিয়ে মুখ খুললেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বৃহস্পতিবার দিল্লি বিধানসভার বাজেট অধিবেশনে কাশ্মীরি ফাইলস সিনেমা নিয়ে পরিচালক বিবেক অগ্নিহোত্রিকে ইউটিউবে আপলোড করে দেওয়ার পরামর্শ দিয়েছেন। যদিও অরবিন্দের এই মন্তব্য নিছক ব্যাঙ্গাত্মক যে নয় তা বুঝতে দেরী হয়নি সাংসদ এবং বিরোধীদের।
देखो यह घटिया आदमी विधानसभा में कैसे कश्मीरी हिंदुओं के नरसंहार का मज़ाक़ उड़ा रहा हैं। pic.twitter.com/zcM9BpsjZc
— Naveen Kumar Jindal 🇮🇳 (@naveenjindalbjp) March 25, 2022
এদিন সংসদে কেজরিওয়ালের ওই বক্তব্যের ভিডিয়ো ব্যাপক ভাইরাল হয়ে যায় টুইটারে। ভাইরাল হওয়া ওই পোস্টে দেখা গিয়েছে, দিল্লির প্রধানমন্ত্রী তথা আপ নেতা Arvind Kejriwal এদিন বিধানসভায় দাঁড়িয়ে প্রশ্ন ছুঁড়েছেন, কেন বিবেক অগ্নিহোত্রি কাশ্মীরি ফাইলসকে ইউটিউবে আপলোড করছেন না?’ ছবিটি ইউটিউবে দিয়ে দিলেই তো সকলে ফ্রিতে দেখতে পারবেন। এছাড়াও তিনি এদিন সব বিজেপি নেতামন্ত্রীদের মুখে এই ছবির প্রশংসা নিয়েও ব্যাঙ্গ করেন। এরপরই হাসির রোল ওঠে বিধানসভায়। যা দেখে ক্ষোভে ফেটে পড়েন অনেকেই।
আরও পড়ুন: অর্থনীতির বেহাল দশা, ভারতের উপকূলবর্তী শহরগুলিতে বাড়ছে শ্রীলঙ্কান শরণার্থীর সংখ্যা
অরবিন্দ কেজরিওয়ালের ওই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই অনেকেই ওই টুইটের স্ক্রীনশট নিয়ে রি-টুইট করে অরবিন্দ কেজরিওয়ালের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন। অনেক ক্ষুদ্ধ নেটিজেনরা তাঁকে তোপও দাগেন।