ভোটে জেতালেই দেওয়া হবে বিনামূল্যে বিদ্যুৎ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Connect with us

দেশের খবর

ভোটে জেতালেই দেওয়া হবে বিনামূল্যে বিদ্যুৎ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চলতি বছরের শেষে গুজরাট বিধানসভা নির্বাচন। তার আগেই গুজরাটবাসীর জন্য নয়া চমক। ভোটে জিতলেই ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল।

বৃহস্পতিবার গুজরাটের সুরাটে এক জনসভায় উপস্থিত হয়ে আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ”আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি আমরা রাজ্যে ক্ষমতায় আসার পরে আপনাদের সমস্ত ইচ্ছা পূরণ করব। ৩১ ডিসেম্বর, ২০২১ এর আগের বকেয়া বিদ্যুৎ বিলও মকুব করা হবে”।

শুধু তাই নয়, এদিন তিনি নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে বলেন, ”কিছু লোক ‘রাবড়ি’ (মিষ্টি) সম্পর্কে কথা বলছে। যখন ‘রাবড়ি’ বিনামূল্যে জনসাধারণের মধ্যে বিতরণ করা হয়, তখন তাকে ‘প্রসাদ’ (ভক্তিমূলক অর্ঘ) বলা হয়। কিন্তু যখন এটি আপনার নিজের বন্ধু এবং মন্ত্রীদের বিনামূল্যে দেওয়া হয়, তখন এটি ‘পাপ’ (পাপ) বলা হয়”।

Advertisement

এর আগে, আপ প্রধান বলেছিলেন যে গুজরাটের জনগণ ২৭ বছরের বিজেপি শাসনে বিরক্ত। তাঁরা পরিবর্তন চান, তার দল আগামী কয়েক সপ্তাহের মধ্যে তাদের জন্য কী করার পরিকল্পনা করছে সে বিষয়ে তাদের কর্মসূচী প্রকাশ করবে।

Advertisement

শনিবার, প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন যে, ”দেশে ‘ফ্রি রাবড়ি’ (মিষ্টি) বিতরণ করে ভোট সংগ্রহের সংস্কৃতি আনার চেষ্টা করা হচ্ছে। রাবড়ি সংস্কৃতির বিরুদ্ধে জনগণকে সতর্ক করে, যার অধীনে বিনামূল্যের প্রতিশ্রুতি দিয়ে ভোট সংগ্রহ করা হয়। এটি দেশের উন্নয়নের জন্য ‘খুব বিপজ্জনক’ হতে পারে”।

এদিন অরবিন্দ কেজরিওয়াল আরও টুইট করে বলেন, ”এই রেবদি সংস্কৃতি দেশের উন্নয়নের জন্য খুবই বিপজ্জনক। যাদের রেওয়াড়ি সংস্কৃতি আছে তারা কখনই আপনার জন্য নতুন এক্সপ্রেসওয়ে, নতুন বিমানবন্দর বা প্রতিরক্ষা করিডোর তৈরি করবে না। আমাদের একসঙ্গে এই চিন্তাকে পরাস্ত করতে হবে, দেশের রাজনীতি থেকে রেবদি সংস্কৃতিকে সরিয়ে দিতে হবে”।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.