লাইফ স্টাইল
জেড প্লান্ট বাড়িতে রাখলে বাড়বে আর কমবে অযথা ব্যয়
যদি দীর্ঘদিন থেকে আর্থিকভাবে ভেঙে পড়েন বা উপার্জন সঠিকভাবে হচ্ছে না তাহলে বলব আপনার বাড়িতে বাগানে বা বাড়ির ভিতরে মানে ইনডোর প্লান্ট হিসেবে আপনি একটি জেড ট্রি প্লান্ট, বা গুডলাক গাছের চারা লাগাতে পারেন

ডিজিটাল ডেস্ক : আর্থিকভাবে দীর্ঘদিন থেকেই কোন উন্নতি দেখতে পাচ্ছেন না বা পকেটে টান পড়েছে! তাহলে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। আর্থিকভাবে কোন ব্যক্তির ভেঙ্গে পড়ার কারণ এখন অনেক রয়েছে। নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, এই মুহূর্তে আমাদের ভারতে মিডিল ক্লাস বা মধ্যবিত্ত পরিবার বলতে মাত্র ৪ শতাংশই কারণ আমরা অনেকেই নিজেদেরকে মধ্যবিত্ত বলে দাবি করলেও যাদের ইনকাম বা আয় প্রতি মাসে ২৫ থেকে ৫০ হাজারের মধ্যে তাদেরকেই একমাত্র মধ্যবিত্ত হিসেবে ধরা হয়।
এবার ১৫ থেকে ২৫ হাজারের মধ্যে বা কারো কম উপার্জনকারী পরিবারগুলিকে নিম্নবিত্ত পরিবার হিসেবে ধরা হয়। আপনি কি জানেন? আমরা যেহেতু প্রকৃতির তৈরি তাই আমাদের আয় ব্যয় থেকে জীবনের চলন বা প্রতিটি পদক্ষেপেই রয়েছে এই প্রকৃতিরই হাত। জানলে অবাক হবেন বহু ব্যক্তি বাস্তু দোষের কারণে অকালে হারায় কর্ম সংস্থানের দরজা। আজকের এই প্রতিবেদনে একটি গুরুত্বপূর্ণ টোটকা শেয়ার করছি আমরা যার মাধ্যমে আপনার জীবনে ফিরতে পারে আর্থিক স্বচ্ছলতা।
আরও পড়ুন – প্রতিবেশীর বাড়িতে AC চলাতে, অধিক বিল গুনতে হচ্ছে আপনাকে ?
যদি দীর্ঘদিন থেকে আর্থিকভাবে ভেঙে পড়েন বা উপার্জন সঠিকভাবে হচ্ছে না তাহলে বলব আপনার বাড়িতে বাগানে বা বাড়ির ভিতরে মানে ইনডোর প্লান্ট হিসেবে আপনি একটি জেড ট্রি প্লান্ট, বা গুডলাক গাছের চারা লাগাতে পারেন। চীনদেশে এই গাছটিকে সৌভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয়, চীনা পরিবারগুলি বেশিরভাগ বাড়িতেই লক্ষ্য করা যায় এই জেড প্লান্টটিকে । তাই নিজের ভাগ্যকে পরিবর্তন করতে হলে কিছু টোটকাকে লক্ষ্য করাই যায়, অল্প দামের মধ্যে একটি জেড প্লান্ট বাড়িতে রাখুন আশা করি খুব দ্রুত ফল পাবেন।
**টোটকা এবং নিত্য নতুন খবরা-খবরের জন্য বেঙ্গল এক্সপ্রেস খুবই পরিচিত একটি সংবাদ সংস্থা আমাদের পেজটিকে ফলো করে রাখুন সারাদিন ঘটে যাওয়া ঘটনাগুলিকে নখ দর্পনে আপনারা এক নিমিষেই দেখতে পারবেন।