নিরাপত্তার জন্য কাছে পিস্তল রাখার নিদান দিলেন BJP বিধায়ক
Connect with us

দেশের খবর

নিরাপত্তার জন্য কাছে পিস্তল রাখার নিদান দিলেন BJP বিধায়ক

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: মানুষের বাক স্বাধীনতা এবং গণতান্ত্রিক দেশে নিজের মতামত ব্যক্ত করার বিষয়ে কথা বলতে গিয়ে বিতর্কে জড়ালেন BJP বিধায়ক।

উত্তরপ্রদেশের মুজাফফরনগরের খাতৌলির বিজেপি বিধায়ক হলেন বিক্রম সাইনি। গত শনিবার জনসাথ তহসিল এলাকার ওয়াজিদপুর কাভালি গ্রামে জনসভা করতে যান তিনি। সেখানে আমজনতার উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন তিনি। আর যা মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

ঠিক কী বলেছিলেন ঐ বিজেপি বিধায়ক:- সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে বিধায়ককে শহরের ব্যবসায়ীদের নিরাপত্তার পরামর্শ দিতে দেখা গিয়েছে। বিধায়ক সাইনি বলছেন যে, ”লোকেদের তাঁদের নিজ নিজ দোকানে পাথর, বেলচা এবং পিস্তল রাখতে হবে। পুলিশ আর কতদিন কাজ করবে? যতক্ষণে পুলিশ আসবে, ততক্ষণে আপনার দোকানে আগুন লাগিয়ে দেওয়া হবে”। আর যা নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

Advertisement

আরও পড়ুন: Big Breaking: আদালতে ভুল তথ্য পরিবেশন, বিজয় মালিয়ার ৪ মাসের কারাবাসের নির্দেশ

এতকিছুর পরও দমে যাননি ঐ বিধায়ক। তাঁকে আরও বলতে শোনা গিয়েছে, ”আপনার দোকানে এক বা দুটি পাথরের বাক্স, ৪-৫টি বেলচা (কৃষি সরঞ্জাম) এবং দুটি পিস্তল রাখুন। পুলিশ আর কতদিন কাজ করবে? পুলিশ কই? পুলিশ আসার সময় তারা আপনার দোকান-ঘরে আগুন ধরিয়ে দেবে”।

এদিকে তাঁর বক্তব্যের জন্য মঞ্চে উপস্থিত নেতারা থামানোর চেষ্টা করলে বিক্রম সাইনি বলেন, “আমাকে আজ কথা বলতে দিন। খবরের কাগজে ছাপান বা টিভিতে দেখান। ৫ বছর কেউ আমাকে সরাতে পারবে না। আমার আর কোনও ইচ্ছা নেই”।

Advertisement

আরও পড়ুন: সাজার মেয়াদ ২৫ বছর পূর্ণ হলেই আবু সালেমকে মুক্তি দিতে বাধ্য কেন্দ্র: সুপ্রিম কোর্ট

উদয়পুরের ঘটনায় কথা বলতে গিয়ে বিধায়ক বলেন, “নূপুর শর্মা যা বলেছেন, তা ছিল তার কথা বলার গণতান্ত্রিক অধিকার। হিন্দু দেব-দেবীদের বিরুদ্ধে কিছু বলার অধিকার মানুষের আছে, কিন্তু কেউ তাদের বিরুদ্ধে কিছু বললে তার শিরশ্ছেদ করা হয়। যদি ঘাড় ভেঙে দেওয়া হয়। বাঁচাতে হবে, তারপর ঐক্যবদ্ধ হও”।

Advertisement