বাংলার খবর
‘লড়াই চালিয়ে যাও, আমরা পাশে আছি’, রেণুকে বললেন মুখ্যমন্ত্রী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন কব্জি থেকে ডান হাত কাটা পড়া কেতুগ্রামের গৃহবধূ রেণু খাতুন। সোমবার তাঁর সেই ইচ্ছা পূরণ হল। এদিনই তিন দিনের সফরে বর্ধমানে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমানের নবাবহাট লাগোয়া গোদায় হেলথ সিটির মাঠে সভা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সভা শেষ হওয়ার পরই রেণুর সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী।
বেশ কিছুক্ষণ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে দেখা যায় রেণুকে। তাঁর শরীরের খবরও নেন মুখ্যমন্ত্রী। এরপর রেণুকে জড়িয়ে ধরেন মমতা বন্দ্যোপাধ্যায়। রেণুকে জড়িয়ে ধরে তিনি বলেন, ‘লড়াই চালিয়ে যাও। জীবনে এগিয়ে যাও। আমরা তোমার পাশে আছি।’ আর রেণু বলেন, ‘আজকের দিনটা আমার কাছে স্পেশাল হয়ে থাকল। আমি খুবই খুশি এই মুহূর্তটা আমি কোনদিন ভুলতে পারব না।’
উল্লেখ্য, সরকারি হাসপাতালে নার্সের চাকরি পাওয়ায় স্ত্রী সংসার ছেড়ে চলে যেতে পারে। এই আশঙ্কায় সুপারি কিলার দিয়ে ঘুমন্ত অবস্থায় রেণুর কব্জি থেকে ডান হাত কাটার ব্যবস্থা করেন তাঁর স্বামী। দীর্ঘদিন দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর গত সপ্তাহেই বাড়ি ফিরেছেন রেণু। একহাত না থাকায় সরকারি চাকরি থাকবে কিনা, এই নিয়ে যখন হাসপাতালের বিছানায় শুয়ে আশঙ্কায় ভেঙ্গে পড়েছিলেন কেতুগ্রামের এই গৃহবধূ, তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেণুর পাশে দাঁড়ান।
মুখ্যমন্ত্রী তাঁকে আশ্বস্ত করে জানান, এক হাত নিয়ে রেণুর পক্ষে যে কাজ করা সম্ভব, সেই কাজেই তাঁকে নিয়োগ করা হবে। শুধু তাই নয়, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে যাতে তাঁর চিকিৎসা হয়, সে ব্যাপারেও নিশ্চিন্ত করতে মুখ্যসচিবকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এমনকি ভবিষ্যতে তাঁর কৃত্রিম হাতের ব্যবস্থা করার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। তাই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার দিন, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন রেণু। সোমবার তাঁর সেই ইচ্ছেপূরণ হল।