রেগুলেটেড মার্কেটিং অথরিটির গেরোয় আটকে কাজু ভর্তি লরি, সমস্যায় ব্যবসায়ীরা
Connect with us

বাংলার খবর

রেগুলেটেড মার্কেটিং অথরিটির গেরোয় আটকে কাজু ভর্তি লরি, সমস্যায় ব্যবসায়ীরা

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কেরল থেকে কাঁথি আসার পথে ১০ টি কাজু বাদাম ভর্তি লরিকে আটকে দিল এগরা রেগুলেটেড মার্কেটিং অথরিটি। সাউথ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা এই কাজু বাদাম চারদিন ধরে আটকে রয়েছে এগরাতে। ফলে চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কাঁথির কাজু ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা। প্রায় ছয় কোটি টাকার কাঁচা মাল আটকে রয়েছে বলে জানা গিয়েছে।

এই ঘটনার জেরে মঙ্গলবার কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ডে দীঘা – নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়ক ১০ মিনিটের জন্য অবরোধ করে বিক্ষোভ দেখান কাঁথির কাজু ব্যবসায়ীরা। আটকে রাখা লরিগুলোকে দ্রুত ছেড়ে দেওয়ার দাবীতে ও সরকারের চাপানো শতকরা ১ টাকা মার্কেটিং ট্যাক্স বাতিলের দাবি জানিয়েছেন কাজু ব্যবসায়ীরা। দাবি আদায় না হলে জোরদার আন্দোলনের হুমকি দিয়েছেন ব্যবসায়ীরা।

আরও পড়ুন: শুরু হচ্ছে CPIM-এর রাজ্য সম্মেলন, রয়েছে ব্যাপক রদবদলের সম্ভাবনা

Advertisement

উল্লেখ্য, কাজু প্রক্রিয়াকরণের এই শিল্পের সঙ্গে কাঁথির হাজার হাজার মানুষ যুক্ত। কাঁথি সহ পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকার অর্থনীতি অনেকটাই কাজু ব্যবসার উপর নির্ভরশীল। কাজু প্রক্রিয়াকরণের এই শিল্পের কাঁচামাল আসে দক্ষিণ আফ্রিকার ঘানা, নাইজেরিয়া, তানজানিয়া, সেনেগাল সহ বিভিন্ন দেশ থেকে। কেরলের তিতুকোরিন বন্দর থেকে এই কাজু আসছিল পূর্ব মেদিনীপুরের কাঁথি।কাঁথি মেদিনীপুর রাজ্য সড়কের এগরাতে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে লরিগুলি। তার মাঝে বেজায় সমস্যায় পড়েছে লরির চালক থেকে খালাসি তারা জানান আমরা হিসাবের টাকা নিয়ে এসেছিলাম।

আরও পড়ুন: সংরক্ষণের অভাবে হারাতে বসেছে প্রাচীন রাজবাড়ি, পর্যটনকেন্দ্র বানাতে আগ্রহী প্রশাসন

কিন্তু আমার এখানে আটকে থাকার ফলে সমস্যায় পড়েছি রান্না করে খেতে সমস্যা টাকা শেষ হয়ে আসছে আমাদের চলবে কি করে। লরিতে রয়েছে লক্ষ লক্ষ টাকার কাজু রাত জেগে পাহারা দিতে হয়ে চুরি যাওয়ার ভয়ে। যে ভাবে রাস্তার পাশে গাড়ি গুলি রয়েছে যে কোনো মুহুর্তে ঘটতে পারে দূর্ঘটনা। কাজু মালিক পক্ষ থেকে এখনও এই লরি গুলিকে ছাড়ানোর কোনও ব্যবস্থা না করার ফলে সমস্যা পড়েছে লরির চালক ও চেকিং পয়েন্ট অফিসার-রা।

Advertisement