দেশের খবর
ইউক্রেনে বোমা বিস্ফোরণে নিহত কর্নাটকের পড়ুয়া

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: গত কয়েকমাস ধরেই ইউক্রেন সীমান্তে অস্ত্র সহ সেনাবাহিনী মজুত করতে শুরু করেছিল রুশ সরকার। যুদ্ধের সম্ভাবনা আঁচ করেই গত ১৫ ফেব্রুয়ারি ইউক্রেনে ভারতীয় দূতাবাস থেকে ভারতীয়দের দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়।
এরপর অনেকেই দেশ ছাড়তে শুরু করেন। এরমধ্যে আচমকাই ইউক্রেন আক্রমণ করে রাশিয়া সেনা। ফলে আটকে পরে বহু ভারতীয় পড়ুয়া। এরপর ভারত সরকার ভারতীয়দের দেশে ফেরানোর জন্য বিভিন্ন উদ্যগ নিয়েছে। এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ভারতীয়দের দেশে ফেরত আনতে শুরু করেছে। তা সত্বেও আশঙ্কা সত্যি হল। ইউক্রেনে রাশিয়ার হামলায় এক ভারতীয় ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার খারকিভে বোমা বিস্ফোরণে এই ভারতীয় পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানিয়েছেন। ইউক্রেনে মৃত ভারতীয় ছাত্রের নাম নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর। তিনি কর্ণাটকের বাসিন্দা। ইউক্রেনে মেডিক্যাল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন।
সূত্রের খবর, ওই ছাত্র নিত্যপ্রয়জনীয় জিনস কেনার জন্য একটি দোকানের সামনে দাঁড়িয়ে ছিলেন। আচমকা সেখানে রাশিয়ার সেনার ছোঁড়া বোমা আছড়ে পরে এবং সেখানেই ওই ছাত্রের মৃত্যু হয়। ইতিমধ্যেই ভারত সরকারের তরফে সমস্ত ভারতীয়কে দেশে ফেরানোর জন্য রাশিয়া এবং ইউক্রেন সেনার সঙ্গে যোগাযোগ শুরু করেছে। ভারতের তরফ থেকে ইউক্রেনের বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ইউক্রেনে এখনও আটকে প্রায় হাজারের বেশি ভারতীয় পড়ুয়া। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি টুইট করে এই ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বলেছেন, ‘গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজ সকালে খারকিভে বিস্ফোরণে একজন ভারতীয় পড়ুয়া প্রাণ হারিয়েছে। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।’