দেশের খবর
কর্ণাটকে একদিনে ১০ জন ওমিক্রনে আক্রান্ত!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্বেই আতঙ্কের নাম ওমিক্রন। আফ্রিকা থেকে শুরু করে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এই ভাইরাসে সংক্রমণ বৃদ্ধির পাশাপাশি, করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে দিন দিন। ওমিক্রন এবং করোনা আতঙ্কের জন্য বিভিন্ন জায়গায় বড়দিন এবং বর্ষবরণের উৎসব বাতিল হয়েছে।
তবুও করোনা এবং ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে সেই কারণেই একের পর এক পদক্ষেপ গ্রহণ করেছে সমস্ত রাজ্যের সরকার। তা সত্ত্বেও দেশে ক্রমশ থাবা বসাচ্ছে ওমিক্রন। কর্ণাটকে আরও ১০ জন ওমিক্রনে আক্রান্তের হদিশ মিলল।
রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডঃ সুধাকর কে জানিয়েছেন, এই নিয়ে কর্ণাটকে ওমিক্রনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬। এদিকে দেশেও ক্রমশ বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৩ হাজার ৭৫০। মৃত্যু হয়েছে ১২৩ জনের। সুস্থ হয়েছেন ১০ হাজার ৮৪৬ জন। সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে ২২ হাজার ৭৮১।