হাত ছেড়ে সাইকেলে চড়লেন কপিল সিব্বল!
Connect with us

দেশের খবর

হাত ছেড়ে সাইকেলে চড়লেন কপিল সিব্বল!

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ:  গত মঙ্গলবার চিন্তন শিবির করেছিলেন সনিয়া গান্ধী। তার ২৪ ঘণ্টার মধ্যেই কংগ্রেস শিবিরে বড় ধাক্কা। কংগ্রেস ছাড়লেন বর্ষীয়ান নেতা তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিব্বল। হাত ছেড়ে সাইকেলে চড়লেন সিব্বল। বুধবার অখিলেশ যাদবের হাত ধরে সমাজবাদী পার্টিতে যোগ দিলেন কপিল সিব্বল। যোগদানের পরই সিব্বলকে রাজ্যসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সপা। সমাজবাদী পার্টির সমর্থনে নির্দল হয়েই রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। বুধবার দলবদল করেই উত্তরপ্রদেশ থেকে রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দিলেন সিব্বল। সপায় যোগ দিয়ে সিব্বল জানিয়েছেন, বিজেপির বিরোধী জোটকে আরও শক্তিশালী করতেই তিনি সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছেন। তার জন্য গত ১৬ মে সনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন বলেও জানিয়েছেন সিব্বল।


বুধবার সকালেই লখনউয়ে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের বাড়িতে প্রথমে যান কংগ্রেসের জি-২৩ গোষ্ঠীর বিক্ষুব্ধ নেতা। দুই নেতার মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়। তারপরই কংগ্রেস থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন। এবং অখিলেশকে সঙ্গে নিয়ে রাজ্যসভায় প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন জমা দেন কপিল। সেখানে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক রামগোপাল যাদব। মনোনয়ন জমা দেওয়ার পর সিব্বল বলেছেন, ‘আমি নির্দল প্রার্থী হিসেবে রাজ্যসভায় মনোনয়ন পেশ করলাম। বরাবরই দেশের হয়ে মুক্তকণ্ঠে কথা বলেছি। তাই গত ১৬ মে কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছি। সংসদে কোনও রাজনৈতিক দলের হয়ে কথা বলার থেকে স্বাধীন কণ্ঠে কথা বললে দেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়বে। এবার সেই কাজটাই করতে চাই। আগামী ২০২৪ লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী জোটকে আরও মজবুত করেতেই আমি কংগ্রেস ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছি।’


বেশ কিছুদিন ধরেই কংগ্রেস শীর্ষ নেতৃত্বের সঙ্গে বনিবনা হচ্ছিল না সিব্বলের। ক্রমশ দূরত্ব বাড়ছিল। বিভিন্ন ইস্যু নিয়ে প্রকাশ্যে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভে উগরে দিতেও দেখা গিয়েছিল কংগ্রেস সরকারে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক সামলানো সিব্বল। কংগ্রেসের ভবিষ্যত কর্মসূচিকে সফল করতে সনিয়া গান্ধী যে তিন রাজনৈতিক বিষয়ক, টাস্কফোর্স ২০২৪ এবং ভারত জোড়া যাত্রার পরিকল্পনা গোষ্ঠী তৈরি করেছেন, তাতেও ঠাঁই হয়নি সিব্বলের। তখনই জল্পনাটা বেড়েছিল। যদিও সমাজবাদী পার্টি ও যাদব পরিবারের সঙ্গে সিব্বলের সম্পর্ক বরাবরই ভালো। কয়েকদিন আগেই সপা নেতা আজম খানের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়তেও দেখা গিয়েছিল সিব্বলকে। মঙ্গলবার সিব্বলের মনোনয়ন পেশের পর অখিলেশ বলেছেন, ‘কপিল সিব্বল মনোনয়ন পেশ করেছেন। আরও দুজন রাজ্যসভায় যাবেন। সিব্বলজি একজন আইনজীবী এবং বর্ষীয়ান সাংসদ। তাই আশা করছি তিনি সংসদে নিজের এবং সপার বক্তব্যকে সঠিকভাবে তুলে ধরতে পারবেন।’

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.