বিনোদন
ফের প্রকাশ্যে কাঞ্চন-পিঙ্কির দ্বন্দ্ব

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ছেলের সঙ্গে দেখা করা নিয়েই ফের বিবাদ কাঞ্চন ও তাঁর স্ত্রী পিঙ্কির। সেই বিবাদের মীমাংসা চেয়েই হাইকোর্টের দ্বারস্থ বিধায়ক কাঞ্চন মল্লিক। তাঁর দাবি, নিম্ন আদালতের রায় মানেননি তাঁর স্ত্রী পিঙ্কি ব্যানার্জী।
২০২১ সালেই প্রাক্তন স্ত্রী পিঙ্কি বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করেছিলেন অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক। বুধবার বিচারপতি বিশ্বজিৎ বসুর একক বেঞ্চে সেই মামলার শুনানি হয়। কাঞ্চন এবং পিঙ্কির একমাত্র ছেলের বয়স ৯ বছর। পিঙ্কির কাছেই থাকে তাঁদের একমাত্র সন্তান। অভিনেতা তথা তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিক তাঁর একমাত্র সন্তানের সঙ্গে দেখা করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
বুধবার ভরা এজলাসে বিচারপতি বিশ্বজিৎ বসু সাফ জানিয়েছেন, বাবা সঙ্গে সন্তানের সাক্ষাতই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে। মামলার আগামী শুনানি সোমবার হবে। একমাত্র ছেলের সঙ্গে দেখা করার জন্য প্রবীণ অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে যেতে বলা হয়েছিল কাঞ্চন মল্লিককে। কিন্তু সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে যেতে অস্বীকার করেন কাঞ্চন। কারণ সাবিত্রী চট্টোপাধ্যায় সম্পর্কে পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের আত্মীয় হন। তাই সেটি নিরপেক্ষ জায়গা হতে পারে না এমনটাই যুক্তি ছিল কাঞ্চনের। কিন্তু আদালতের নির্দেশ সত্ত্বেও ছেলের সঙ্গে দেখা করতে না পেরে হতাশ অভিনেতা।