বাংলার খবর
নাম না করে সৌগত রায়কে বিঁধলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যের ১০৮ পৌরসভার নির্বাচনের দামামা বেজে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে। শাসকদল তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। কিন্তু দেখা যাচ্ছে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরই জেলায় জেলায় বিক্ষোভ শুরু হয়েছে।
রাজ্যের বেশিরভাগ পৌরসভায় দলের প্রার্থীদের মেনে নিতে পারছে না দলের কর্মীরাই। কোথাও দলীয় অফিস ভাঙচুর আবার কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাছেন দলের কর্মীরা। ঠিক একই চিত্র ধরা পড়েছে কামারহাটি পৌরসভা এলাকায়। অনেক বিদায়ী কাউন্সিলরকে এবার টিকিট দেওয়া হয়নি। প্রার্থীদের মেনে নিতে পারছেন না দলের কর্মীরা। এবার বিক্ষোভকারীদের পাশে দাঁড়ালেন মদন মিত্র। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক রীতিমত হুমকি দিয়েছেন দমদমের সাংসদ সৌগত রায়কে।
ধুতি, লুঙ্গি পরা, সিগারেট খাওয়া সাংসদ বলে তিনি সৌগত রায়কে কটাক্ষ করেছেন। এমনকি, রীতিমত দলীয় কর্মীদের হাতে মারধর খেতে পারেন বলেও জানিয়ে দেন। মদন মিত্রর অভিযোগ, সৌগত রায়ের অঙ্গুলি হেলনেই প্রার্থী ঠিক করেছে দল। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে অনুরোধ করেন, কামারহাটির দায়িত্ব তাঁকে দেওয়া হোক। শান্তিপূর্ণ ভোট করে কমপক্ষে ৩৫টি সিট জিতে উপহার দেবেন বলেও জানান মদন মিত্র। কিন্তু, তিনি কামারহাটিতে সৌগত রায়ের মাতব্বরি মেনে নেবেন না বলেও জানিয়ে দিয়েছেন। পৌরসভার প্রার্থী নির্বাচন নিয়ে দলের অন্দরেই যে বড় বিভেদ সৃষ্টি হয়েছে, তা এর থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে।