দেশের খবর
দক্ষিণেশ্বরে কল্পতরু উৎসব দর্শকশূন্য, বছরের প্রথমদিন ভক্তদের জন্য বন্ধ কালীঘাট মন্দিরের গর্ভগৃহ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সারা বিশ্ব জুড়ে চোখ রাঙাচ্ছে করোনা এবং ওমিক্রন। প্রত্যেক দেশে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। ভারতবর্ষে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে ওমিক্রন। রাজ্যেও বাড়ছে আক্রান্তের সংখ্যা।
এই পরিস্থিতিতে নতুন বছরের প্রথমদিন ভক্তদের জন্য কালীঘাট মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। অন্যদিকে, গতবারের মতো এবারও দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তশূন্যভাবেই হবে কল্পতরু উৎসব। বছরের প্রথমদিন অনেকেই মন্দিরে পুজো দিয়ে শুরু করতে চান।
কিন্তু বছর শেষে ফের করোনার দাপট বৃদ্ধি পাওয়ায় সতর্ক হচ্ছে মন্দির কর্তৃপক্ষগুলি। কালীঘাট মন্দিরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভক্তদের জন্য পয়লা জানুয়ারি মন্দিরের গর্ভগৃহ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র পুরোহিত, সেবাইতরা প্রবেশ করতে পারবেন। তবে নিত্যপুজো ও ভোগ আগের মতোই হবে। করোনা সংক্রমণের কথা মাথায় রেখে আগেই বেলুরমঠ রামকৃষ্ণ মিশন কতৃপক্ষও বেলুড়মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।