বাংলার খবর
পুন্ডিবাড়ি বাজারে পাটের গুদামে আগুন!

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ফের একবার পুন্ডিবাড়ি বাজারে ভয়াবহ আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল রবিবার সকালে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল। দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুড়ে ছাই হয়ে গিয়েছে কয়েকটি দোকান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুকুমার রায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথমে একটি ধান ছাড়াইয়ের মিলে আগুন দেখতে পান স্থানীয়রা। আগুন কিছুক্ষণের মধ্যেই ভয়াবহ রূপ ধারণ করে। পরে তা ছড়িয়ে পড়ে এক পাটের গুদামে। খবর দেওয়া হয় দমকলকে। দমকলের ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
তবে বাজার সংলগ্ন এলাকায় কোনও রকম জলাশয় না থাকায়, আগুন নিয়ন্ত্রণে আনতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে হয় দমকল কর্মীদের। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এর আগেও এই পুন্ডিবাড়ি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেই সময় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী বাজার সংলগ্ন দুর্গামন্দিরে যে জলাশয় রয়েছে, সেখানে জলের পাইপ লাইন বসানোর আশ্বাস দিয়েছিলে। তা এখন হয়নি। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে দমকল কেন্দ্রের দাবিও জানানো হয়েছে।