বিনোদন
বিরল অসুখে আক্রান্ত পপ তারকা জাস্টিন বিবার

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: অসুস্থতার কারণে ওয়ার্ল্ড ট্যুর বাতিল করছেন কানাডার পপ তারকা জাস্টিন বিবার। শুক্রবার এক ইনস্টাগ্রাম ভিডিওতে তিনি জানান, অসুস্থতার কারণে ‘Justice World Tour’ আপাতত স্থগিত রাখছেন তিনি।
উল্লেখ্য, শুক্রবার নিজেই জানান, তাঁর মুখের একটা অংশ অসাড় হয়ে যাওয়ায় তিনি চিকিৎসা করাচ্ছেন। ‘রামসে হান্ট সিনড্রোম’ নামক এই স্নায়ুর অসুখ মুখ এবং কানের স্নায়ুর ক্ষতি করে। মুখের পক্ষাঘাতের পাশাপাশি শ্রবণশক্তিও চলে যেতে পারে এর ফলে। ভিডিও পোস্ট করে লেখেন, ‘ আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমার একটি চোখ কাজ করছে না। তেমনই আমি আমার মুখের এই অংশে কোনও সাড়া নেই। নাকেরও একটা অংশ কাজ করছে না।’ তিনি আরও বলেন, ‘আমার মুখের একদিকে সম্পূর্ণ পক্ষাঘাত হয়েছে। তাই যাঁরা আমার পরবর্তী শো বাতিলের জন্য হতাশ হয়েছেন, তাঁদের জানাচ্ছি শারীরিকভাবে সক্ষম না হওয়ার কারণে আমি অনুষ্ঠান করতে পারছি না।’
মুখের ব্যায়াম করার পাশাপাশি বিশ্রাম নিচ্ছেন তিনি। একশো শতাংশ সুস্থ হলে তিনি ফের শো শুরু করবেন। তিনি বলেছেন, ‘যা করার জন্য আমার জন্ম, তা যাতে করতে পারি, তার জন্য সম্পূর্ণ চেষ্টা করছি।’ এদিকে, তাঁর এই ভিডিও দেখা মাত্রই উদ্বিগ্নে রয়েছে তাঁর ভক্তরা। সকলেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।