বাংলার খবর
চাকরীর সংবাদ: সিভিক ভলেন্টিয়ার নিয়োগ আবেদনের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক পাশ

ডিজিটাল ডেস্ক: ফের রাজ্যে চাকরীপ্রার্থীদের জন্য সুখবর । রাজ্যের ঝাড়গ্রাম জেলাতে নিয়োগ হবে সিভিক ভলেন্টিয়ার (Civic Volunteer)। জানা যাচ্ছে মোট ১২ টি শুন্য পদে এই কর্মী নিয়োগ করবে সরকার। আগামী সেপ্টেম্বর মাসের ৯ তারিখ থেকে আবেদন শুরু হবে, তবে তার আগে জেনে নিন সমস্তটা।

শিক্ষাগত যোগ্যতা : এই পদে আবেদন করতে হলে উচ্চমাধ্যমিক পাশ করলেই হবে।
বেতন পরিমাণ : চাকরী পাওয়ার পর প্রতিদিন ৫০০ টাকা করে বেতন পাবেন সিভিক ভলেন্টিয়াররা (Civic Volunteer)।
যেভাবে আবেদন করবেন : আবেদন করার জন্য অফলাইন মোডের সাহায্য নিতে হয়। এক্ষেত্রে আপনাকে আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় সমস্ত নথি যোগ করে ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প লাগিয়ে সরকারের তরফে জারি করা নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র কোথায় জমা দেবেন : The Chairman, District Legal Service Authority, Jhargram Judge’s Court Complex, Jhargram, Pin- 721507
ইচ্ছুক প্রার্থীরা নীচের দেওয়া এই লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। https://cdn.s3waas.gov.in/s3aeb3135b436aa55373822c010763dd54/uploads/2022/08/2022081853.pdf