দেশের খবর
এনআইএ-এর হাতে ধরা পড়ল জেএমবি জঙ্গি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: চিন এবং পাকিস্তান তাদের সেনাদের এগিয়ে দিচ্ছে ভারতের সীমান্তের দিকে। ভারতের সেনা চোখে চোখ রেখে সিমান্ত রক্ষা করে চলছে। জঙ্গি অভিযান রুখে দিতে লড়াই করছে সেনাবাহিনী। তালিবান আফগানিস্তান দখল করতেই সীমান্তে সেনা তৎপড়তা অনেকটাই বেড়েছে।
জঙ্গিরাও অনুপ্রবেশের জন্য সুযোগ খুঁজে বেড়াচ্ছে। সামনেই দীপাবলি, সুতরাং এই উৎসবের পরিবেশে জঙ্গি নাশকতার চেষ্টা হতেই পারে। সেই কারণেই সারা দেশ জুড়েই এনআইএ বিভিন্ন দল গঠন করে তাদের তৎপড়তা শুরু করেছে। বাদ যায়নি পশ্চিমবঙ্গ। রাজ্যের বিভিন্ন জায়গায় এনআইএ তাদের নজরদারি শুরু করেছে। অবশেষে মঙ্গলবার একজন জেএমবি জঙ্গি সন্দেহে এক জনকে গ্রেফতার করল সিট। জানা গিয়েছে, ধৃতের নাম আব্দুল মান্নান। বাংলাদেশের বাসিন্দা। কয়েকদিন আগেই হরিদেবপুর এলাকা থেকে চার জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।
তাদের জেরা করেই আব্দুল মান্নানকে সুভাসগ্রাম এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া চার জনকে আগামী ৮ তারিখ পর্যন্ত নিজেদের হেফাজতে নেয় এনআইএ। এনআইএ সূত্রে জানা গিয়েছে, তারা কী উদ্দেশ্যে এসেছিল, এবং তাদের লক্ষে আর কে কে জড়িত আছে, তার খোঁজ শুরু করেছে তদন্তকারী দল। আর কোন কোন চক্রের যোগ রয়েছে, তাও খোঁজার চেষ্টা করছে এনআইএ। বুধবার ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে আব্দুল মান্নানকে।