বাংলার খবর
পুলিশি অভিযানে গুঁড়িয়ে দেওয়া হল চোলাই মদের ঠেক, উত্তেজনা এলাকায়

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে জেলাজুড়ে রমরমিয়ে চলছিল চোলাই মদের ব্যবসা। শুধু তাই নয়, ঘুরপথে সেই চোলাই মদ বাইরে নিয়ে গিয়ে বিক্রি করেন একশ্রেণির কিছু অসাধু ব্যবসায়ী। অভিযোগ, দিনের পর দিন ধরে ঝাড়গ্রাম (Jhargram) জেলার নয়াগ্রাম ব্লকের ধবাগোবিন্দপুর, ধূমশাই সহ বেশ কয়েকটি এলাকায় রমরমিয়ে চলছে এই চোলাই মদের ব্যবসা।
শনিবার গোপন সূত্রে খবর পেয়ে রবিবার ভোরে নয়াগ্রাম থানার পুলিশ ওই গ্রামগুলিতে চোলাই মদের ঠেকে হানা দেয়। বেশ কয়েকটি চোলাই মদের ঠেক ভেঙ্গে গুড়িয়ে দেন পুলিশ কর্মীরা। সেই সঙ্গে কাঁচামাল প্রায় ৯০ লিটার নষ্ট করে দেয় এবং চোলাই মদ (Liquer) ১৫০ লিটারের বেশি মাটিতে ফেলে নষ্ট করে দেয়। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি।
আরও পড়ুন: বইমেলায় পকেটমারি, চুরির দায়ে শ্রীঘরে অভিনেত্রী
জানা গিয়েছে, পুলিশ কর্মীরা ওই গ্রামগুলিতে যাওয়ার আগেই চোলাই মদের কারবারিরা গ্রাম ছেড়ে পালিয়ে যায়। আরও জানা গিয়েছে, প্রতিদিন ওই এলাকা থেকে হাজার হাজার লিটার চোলাই মদ ঘুরপথে বিভিন্ন এলাকায় নিয়ে যায় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। মাঝে মধ্যে অশান্তির ঘটনাও ঘটে। এই বিষয়ে এলাকায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে জানালেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে গ্রামবাসীদের অভিযোগ।
আরও পড়ুন: জেলায় সাইবার ক্রাইম রুখতে ‘গজার’ উপরই ভরসা রাখছেন পুলিশ
অবশেষে পুলিশ ও আবগারি দফতরের পক্ষ থেকে শনিবার ওই এলাকায় চোলাই মদের ঠেক গুলো ভেঙ্গে ফেলার কাজ শুরু করা হয়। সেই সঙ্গে বেআইনি ভাবে চোলাই মদ তৈরি করার জন্য চোলাই মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়। আগামী দিনে এভাবেই নয়াগ্রাম ব্লকের বিভিন্ন গ্রামে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এদিকে পুলিশের এই উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।