বাংলার খবর
সময়ে অফিসে আসেন না পঞ্চায়েত প্রধান, বিক্ষুদ্ধ গ্রামবাসী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সময় মতোন পঞ্চায়েত অফিসে আসেন না পঞ্চায়েত প্রধান। কোনও দিন ১২’টার সময়, আবার কোনও দিন ২’টোর সময় তিনি অফিসে আসেন। দিনের পর দিন পঞ্চায়েত প্রধানের এমন আচরণে তিতিবিরক্ত স্থানীয় মানুষজন।
জানা গিয়েছে, ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের বিজেপি পরিচালিত সরডিহা গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে বিক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধান নমিতা রায় কোনও দিন সময় মত গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে আসেননি।
অভিযোগ, তিনি কোনও দিন ১২’টার সময়, আবার কোনও দিন ২’টোর সময় অফিসে আসেন। প্রধান যেমন নিয়মিত অফিসে আসেন না, তেমনই ওই গ্রাম পঞ্চায়েতের আধিকারিক ও কর্মীরাও ঠিক সময়ে অফিসে আসেন না। যারফলে প্রয়োজনীয় কাজে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ফিরে আসতে হয়।
আরও পড়ুন: বিপ্লব দেবের পদত্যাগে তেইশে ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে বামেরা
জানা গিয়েছে, এই বিষয়ে এর আগেও একাধিকবার স্থানীয় বাসিন্দারা প্রধানের বিরুদ্ধে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে তালা লাগিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন। তাতেও কোনও সুরাহা হয়নি। ঠিক একইভাবে প্রতিদিন দেরি করে গ্রাম পঞ্চায়েতের প্রধান ও সরকারি কর্মীরা আসেন বলে অভিযোগ। যার ফলে আগামী দিনে ওই এলাকার বাসিন্দারা বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন।
বেলা ১’টা পর্যন্ত পঞ্চায়েত প্রধান গ্রাম-পঞ্চায়েতে আসেননি। তেমনি, গ্রামপঞ্চায়েতের কার্যালয়ে আধিকারিকদের দেখাও পাওয়া যায় না। যারফলে প্রয়োজনীয় কাজে গ্রাম পঞ্চায়েতের কার্যালয়ে আসা ওই এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। প্রধান সহ গ্রাম পঞ্চায়েতের কর্মীদের কার্যালয়ের দেখতে না পেয়ে তাঁদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
আরও পড়ুন: মানিক সাহা মুখ্যমন্ত্রী হতেই প্রকাশ্যে বিজেপির অন্তর্দ্বন্দ্ব
এদিকে কেন নিয়মিত অঞ্চল অফিসের প্রধান আসেননি তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে তার কোনও সদুত্তর দেননি অভিযুক্ত পঞ্চায়েত প্রধান। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ”আমি নিয়মিত আসি, আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।”