বাংলার খবর
নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: নববর্ষের প্রথম দিনেই বিষাদের সুর ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুরের টিকায়েৎপুর গ্রামে। সুবর্ণরেখা নদীতে স্নান করতে নেমে নদীর জলে তলিয়ে গেল ২২ বছরের যুবক। জানা গিয়েছে, জলের তোড়ে তলিয়ে যাওয়া যুবকের নাম সুরজিৎ মহাকুল। মৃতের বাড়ি গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের টিকায়েৎপুর গ্রামে।
শুক্রবার দুপুরে বন্ধুদের সঙ্গে সুরজিৎ সুবর্ণরেখা নদীতে স্নান করতে নেমেছিল। নদীতে স্নান করার সময় হঠাৎই জলের মধ্যে তলিয়ে যায় ওই যুবক। প্রথমে তার বন্ধুরা সুরজিৎকে খুঁজতে না পেরে গ্রামবাসীদের খবর দেন। গ্রামবাসীরা জাল দিয়ে খোঁজাখুজি করে উদ্ধার করে সুরজিৎ-এর দেহ। এরপর তাঁকে গোপীবল্লভপুর সুপার স্পেশালিট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিট হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
আরও পড়ুন: কালের স্রোতে হারিয়ে যাচ্ছে গ্রামাঞ্চলের বাঁশ শিল্প
এদিকে হাওড়ার ফোরশোর রোডে পথদুর্ঘটনায় মৃত্যু হল ১ পুলিশকর্মী।র এলাকার স্থানীয় বাসিন্দারা এবং কর্তব্যরত ওই ট্রাফিক পুলিশকর্মীকে রাস্তা থেকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত পুলিশকর্মীর নাম প্রসেনজিৎ সামন্ত, বাগনানের বাসিন্দা। প্রত্যেক দিনের মতো শনিবার সকালে তিনি কাজে যোগ দিতে যান। সেই সময় ট্রেলারের ধাক্কায় মৃত্যু হয় ওই পুলিশ কর্মীর তিনি হাওড়া সিটি পুলিশ এর স্টাফ। এই ঘটনায় শোকের ছায়া গোটা পুলিশ মহলে। গাড়িটিকে আটক করলেও চালক এবং খালাসী দুজনেই পলাতক তদন্ত শুরু করে হাওড়া সিটি পুলিশ এর ট্রাফিক গার্ডের আধিকারিকরা।
আরও পড়ুন: বয়সের ভারে জীর্ণ শরীর, অবসর নিলেন ‘মমতা’
জলপাইগুড়ি মোহিতনগর হলদিবাড়ি মোড় এলাকায় ফ্লাইওভারের ওপর এক ব্যক্তি উঠে বসে থাকে কিভাবে সেই ব্যক্তি ওখানে উঠলো তা সবার ধারণার বাইরে বলে মনে করছেন এলাকার বাসিন্দারা। স্থানীয় এলাকাবাসী শম্ভু রায় জানান ওই ব্যক্তির বাড়ি কুচবিহার জেলার খাগড়া বাড়িতে কিন্তু সে মোহিত নগর এলাকায় থাকে তিনি বলেন আমরা সকালে এখানে কাজ করছিলাম হঠাৎ দেখি ওই ব্যক্তি ফ্লাইওভারের উপরে উঠে বসে আছে আমরা চেষ্টা করেছি ওখান থেকে নামানোর কিন্তু সে নামতে চাইছিল না । শেষে পুলিশ এবং দমকল বাহিনীর সাহায্যে ওই ব্যক্তি কে ওখান থেকে নামানো হয় ।