বাংলার খবর
ঝাড়গ্রামে আবার হাতির তাণ্ডব! আতঙ্কিত এলাকার বাসিন্দারা

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ঝাড়গ্রামে আবার হাতির তাণ্ডব। সোমবার সাতসকালেই হাতি দল তাণ্ডব চলায় ঝাড়গ্রামের তিন গ্রামে। কয়েক দিন ধরেই এলাকায় হাতির তাণ্ডব শুরু হয়েছে। যার ফলে রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা।
সেই সঙ্গে রবিবার ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের রামচন্দ্রপুরে হাতির হামলার প্রাণহানির ঘটনা ঘটায় আতঙ্কিত গ্রামবাসীরা। তাঁদের অভিযোগ, খাবারের সন্ধানে লোকালয়ে প্রবেশ করছে হাতির দল। তবুও উদাসিন বন দফতর। ইতিমধ্যেই নতুন করে হাতির দল ঢোকাতে বন দফতরের চিন্তা যেমন বেড়েছে ঠিক তেমনই গ্রামের মানুষও আতঙ্কিত। সোমবার সাতসকালে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কাশিডাঙ্গা, সিজডিহা ও হাড়িভাঙ্গা গ্রামে প্রায় ৩০ থেকে ৩৫ টি দাঁতাল হাতির দল আচমকা খাবারের সন্ধানে ঢুকে পড়ে। যার ফলে ওই দু’টি গ্রামে হাতির হামলার আতঙ্ক ছড়িয়ে পড়ে।
যেভাবে হাতির দল ওই দু’টি গ্রামে সোমবার সকাল থেকে দাপিয়ে বেড়াচ্ছে তাতে ফসল ও ঘরবাড়ির ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। সেই সঙ্গে হাতির হামলার আশঙ্কায় গ্রামবাসীরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন। বিষয়টি বন দফতরকে জানানো হয়েছে । কিন্তু বনদফতর কেবলমাত্র সতর্ক থাকার নির্দেশ দিয়ে দায় সেরে ফেলতে চাইছে বলে অভিযোগ গ্রামবাসীদের। হাতির দলকে নিয়ে কোনও চিন্তাই করছে না বন দফতর।তাই যে কোনও সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে রয়েছে ওই তিন গ্রামের মানুষজন।