ক্যাফে কফি! ল্যাটে শিল্পীর প্রতিভাকে কুর্নিশ নেটিজেনদের
Connect with us

ভাইরাল খবর

ক্যাফে কফি! ল্যাটে শিল্পীর প্রতিভাকে কুর্নিশ নেটিজেনদের

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কাজের ফাঁকে হোক কিংবা সারাদিনের কাজের শেষে এক কাপ কফিতে চুমুক দিতে কে-না ভালোবাসেন। ঘুম কাটাতে বা সারাদিনের পরিশ্রান্তি দূর করতে আমাদের জীবনে কফির ভূমিকা অনবদ্য।

বন্ধুদের সঙ্গে আড্ডার সময় হোক কিংবা গেট টুগেদার। ক্যাফে কফি অথবা বিভিন্ন জনপ্রিয় কফি হাউসে গিয়ে জমিয়ে কফি পান করতে আমরা সবাই ভালোবাসি। তবে আজকাল শুধু প্লেন কফিই নয়। কফি শপে গিয়ে কফির অর্ডার দিলে দেখা যায় কাপে কফির উপর রয়েছে হার্ট সেফের কোনও ছবি আবার কখনও দেখা যায় স্মাইলি মুখ।

View this post on Instagram

Advertisement

A post shared by 9GAG: Go Fun The World (@9gag)

এগুলি সবই চিত্রশিল্পীদের কেরামতির ফল। যার মাধ্যমে মানুষের মন জয় করে নেওয়া যায় সহজেই। যেকোনও খাবারের উপর এই ধরনের শৈল্পিক কাজকর্মকে ‘ল্যাটে’ শিল্প বলা হয়। চা-কফি অথবা অন্য কোনও খাবারের উপর যারা এই ধরনের ছবি আঁকেন তাঁদের বলা হয় ল্যাটে শিল্পী।

Advertisement

আরও পড়ুন: ট্রেনের কামরায় পাথরের ঝংকারের সঙ্গে গান গেয়ে জীবনযুদ্ধ চালাচ্ছেন মালা

যখনই আমরা কফি হাউস থেকে কফি পাই, তখন আমাদের কফির কাপটিতে সবসময় একটি সুন্দর হৃদয় বা ক্রিম এবং ফেনা থেকে তৈরি মিষ্টি হাসি দিয়ে শোভা দেখতে পায়। আমাদের প্রতিদিনের কফিতে ভেসে থাকা এই ছোট্ট মাস্টারপিসটি ল্যাটে আর্ট নামে পরিচিত। একজন জাপানি মহিলা এই ল্যাটে শিল্পকে পরবর্তী স্তরে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। রুনা কাতো একজন ল্যাটে শিল্পী এবং ম্যাচা শিল্পী যিনি পেশাগতভাবে ল্যাটে আর্ট তৈরি করেন এবং তার এই অনবদ্য সৃষ্টি ব্যাপক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ইন্সটাগ্রামে ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা গিয়েছে, পিকাচু, মিনিয়ন এবং কর্গিস থেকে শুরু করে বিশ্বের অন্যান্য সুন্দর কার্টুন বা জীবন্ত জিনিস, তিনি তার ল্যাটেসে এই সমস্ত প্রাণীকে পুনরায় তৈরি করেছেন! থ্রিডি ল্যাটগুলি এতটাই বাস্তবসম্মত এবং চতুর দেখাচ্ছে যে এটি বিশ্বাস করা খুব কঠিন যে শিল্পটি ফেনা এবং কফির ক্যানভাসের উপর দিয়ে তৈরি করা হয়েছিল।

Advertisement

আরও পড়ুন: Viral News: ১২ লাখেই ইচ্ছেপূরণ! মানুষ থেকে কুকুর হলেন যুবক

র ছবিটি @9gag-এর মাধ্যমে Instagram-এ শেয়ার করা হয়েছিল। কিন্তু ওই শিল্পীর Instagram অ্যাকাউন্ট @runapocket-এ ক্রেডিট দেওয়া হয়েছিল। পোস্টটিতে ২৪১ হাজার লাইক এবং প্রায় ৯০০ টি মন্তব্য রয়েছে। তাঁর কাজের এই অসামান্য দক্ষতা আর প্রতিভাকে কুর্নিশ জানিয়েছেন নেটপাড়ার সদস্যরা।

আপনিও কি ঐ অসাধারণ ছবিটি দেখতে চান? তাহলে চোখ রাখুন ইন্সটাগ্রাম পেজে।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.