অতিমারি অতীত! ২ বছর পর পর্যটকদের জন্য খুলছে জাপানের দরজা
Connect with us

আন্তর্জাতিক

অতিমারি অতীত! ২ বছর পর পর্যটকদের জন্য খুলছে জাপানের দরজা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: করোনা মহামারীর থাবায় গত দু’বছর ধরে থমকে গিয়েছিল গতির চাকা। মারণ ব্যাধির সংক্রমণ রুখতে ভেঙে পড়েছে অর্থনীতির কোমর। অতিমারি মোকাবিলায় কাজকর্ম থেকে ভ্রমণ সবকিছুর উপর জারি হয়েছিল সরকারি নিষেধাজ্ঞা।

ভ্যাক্সিন আসার পর দু’বছর পর ধীরে-ধীরে ক্রমশ স্বাভাবিকের পথে সবকিছু। অনলাইন থেকে অফলাইন মোডে ফিরতে শুরু করেছে সবাই। এই অবস্থায় ২০২০ সালের পর প্রায় ২ বছর বাদে আগামী জুন মাস থেকে সকল পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ‘উদীয়মান সূর্যের’ দেশের দরজা।

সূত্রের খবর, বিশ্বজুড়ে বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। গণটিকাকরণের ফলে রোধ করা গিয়েছে অতিমারির দাপট। সবকিছু ঠিকঠাক থাকায় আবার সকল দেশ-বিদেশের পর্যটকদের জন্য খুলে যাচ্ছে জাপানের দরজা। এই বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা জানিয়েছেন, আগামী ১০ জুন থেকে সারা বিশ্বের পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে জাপানের সীমান্ত। যারফলে এবার থেকে এই দেশে ঘুরতে আসতে পারবেন টুরিস্টরা। তবে প্যাকেজ ট্যুরের উপরই বেশি জোর দিচ্ছে জাপান সরকার।

Advertisement

আরও পড়ুন: টেক্সাসে স্কুলে বন্দুকবাজের হামলায় নিহত ১৯ শিশু সহ ২১

শুক্রবার রাজধানী টোকিওর একটি হোটেলে প্রশাসনিক বৈঠক থেকে প্রধানমন্ত্রী বলেন, ”আপাতত চারটি দেশকে জাপানে প্রবেশের জন্য অনুমতি দেওয়া হয়েছে। দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে পর্যটনের উপর গুরুত্ব দেওয়া হলেও এখন সবথেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে কোভিডের উপর। কারণ যেসমস্ত দেশে এখন করোনার রেশিও অত্যন্ত কম, সফলভাবে ভ্যাক্সিনেশন হয়ে গিয়েছে শুধুমাত্র সেই সমস্ত দেশের নাগরিকরা জাপানে ঢোকার অনুমতি পাবেন।”

জানা গিয়েছে, প্রথম পর্যায়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া ও আমেরিকার পর্যটকরা জাপানে আসতে পারবেন। তবে সেক্ষেত্রে মাত্র ৫০ জন ট্যুরিস্টকে স্পেশাল ভিসা দেওয়া হচ্ছে। এই স্পেশাল ভিসা দেওয়ার শেষ তারিখ হল ৩১ মে।

Advertisement

আরও পড়ুন: করোনা বাড়িয়েছে ধনী-গরিব বৈষম্য, দাবি রিপোর্টে

এখনই কাউকে ট্যুরিস্ট ভিসা দেবে না জাপান। শুধু তাই নয়, এই স্পেশাল ভিসায় যেসমস্ত দেশের পর্যটকরা জাপানে ঘুরতে আসবেন তাঁদের কাছে ভ্যাক্সিনের সার্টিফিকেট, শারীরিক সুস্থতার শংসাপত্র থাকা আবশ্যক। নচেৎ ঢুকতে দেওয়া হবে জাপানে। এছাড়াও জাপানে আসার পর্যটকদের কয়েকদিনের জন্য কোয়ারেন্টাইনে থাকার কথা জানিয়েছে ফুমিও কিশিদা সরকার কর্তৃপক্ষ।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.