জঙ্গলমহলে আবার মাথাচাড়া দিচ্ছে মাওবাদীরা!
Connect with us

বাংলার খবর

জঙ্গলমহলে আবার মাথাচাড়া দিচ্ছে মাওবাদীরা!

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: দুর্নীতিকে হাতিয়ার করে জঙ্গলমহলে ফের স্বক্রিয় হয়ে উঠছে মাওবাদীরা! কিষানজির মৃত্যু বার্ষিকির আগে থেকেই থমথমে জঙ্গলমহল। গোয়েন্দা দফতরের রিপোর্টে জঙ্গলমহলে মাওবাদী কার্যকলাপ বৃদ্ধির কথা বলা হয়েছে।

২৪ নভেম্বর কিষানজির দশম মৃত্যুবার্ষিকির দিনেই থমথমে পরিবেশ ঝাড়গ্রাম জেলা জুড়ে। ফের জঙ্গলমহলে মাথাচাড়া দিচ্ছে মাওবাদীরা।শুধু রাজ্য বা দেশের গোয়েন্দা রিপোর্ট নয়, দেশে যে মাওবাদীরা বিভিন্ন কারণে সক্রিয় তাদের কার্যকলাপ দেখেই বোঝা যায়। গত দশ বছরে একাধিকবার মাওবাদীরা বনধ ডাকলেও জঙ্গল মহলে সেভাবে বনধের কোনও প্রভাব পড়েনি। কারণ, সাধারণ মানুষের সমর্থন হারিয়েছিল তারা। এই প্রথম কিষানজির গ্রেফতারের প্রতিবাদে ডাকা বনধে শুনশান হয়ে যায় জঙ্গলমহল। এখানেই কপালে ভাঁজ পড়েছে প্রশাসনের।

তাহলে কি মানুষের সমর্থন ফের পাচ্ছে মাওবাদীরা? প্রশ্ন উঠতে শুরু করেছে। এছাড়া, সম্প্রতি বিভিন্ন এলাকায় পোস্টার, ল্যান্ডমাইন উদ্ধার- তার একটা ইঙ্গিত দিচ্ছে। কিন্তু কিভাবে? যে সমস্ত এলাকায় সবচেয়ে বেশী বনধ সফল হয়েছে সেখানের মানুষজনেরও কথায় ইঙ্গিত, ফের সংগঠন গড়ে তুলেছে মাওবাদীরা। উন্নয়নের জন্য অাসা টাকাই মাওবাদীদের জঙ্গলমহলে ফের নতুন করে সমর্থন জুগিয়েছে। কারণ, উন্নয়নের টাকা বেশীর ভাগটাই নেতাদের পকেটস্ত হয়েছে বলে অভিযোগ।

Advertisement

অার এই দুর্নীতিকে হাতিয়ার করেই গ্রামের মানুষের কাছে নিজেদের সমর্থন জোগাড় করে নিয়েছে তারা। ইতিমধ্যেই নেতাদের একধিক দুর্নীতি প্রসঙ্গে পোস্টারও পড়েছে। গোয়ন্দা সূত্রে জানা যায়, লালগড়ে যে দু’টো ল্যান্ডমাইন উদ্ধার হয়েছিল সেগুলো ২৪ তারিখের জন্যই প্রস্তুত করা হয়েছিল। যার মধ্যে একটির মেকানিজম ছিল একদমই নতুন এবং অসম্ভব শক্তিশালী। তাই এবার কিষানজির মৃত্যুবার্ষিকির সময় থমথমে গোটা জঙ্গল মহল।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.