জামশিদ পুত্র কিয়ানের হ্যাটট্রিকে ডার্বির রং সবুজ-মেরুন
Connect with us

খেলা-ধূলা

জামশিদ পুত্র কিয়ানের হ্যাটট্রিকে ডার্বির রং সবুজ-মেরুন

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: একটা সময় ময়দান কাঁপিয়ে ছিলেন মজিদ বাসকর ও জামশিদ নাসিরি। মজিদ দেশে ফিরে গেলেও কলকাতাকেই স্থায়ী ঠিকানা করে ফেলেছেন জামশিদ।বর্তমানে কোচিং করাচ্ছেন। আর নিজের কোচিঙে সকলের অলক্ষ্যে তৈরি করেছেন ছেলে কিয়ান নাসিরিকে।

মোহনবাগান জুনিয়র দল দিয়ে ময়দানে খেলা শুরু করে ধীরে ধীরে সিনিয়র দলে জায়গা করে নিয়েছেন। বাবা যা করতে পারেননি সেটাই করে দেখালেন ছেলে। শনিবার আইএসএলের ফিরতি ডার্বিতে নেমে হ‍্যাটফট্রিক করে এটিকে মোহনবাগানকে জয় এনে দিলেন জামশিদ পুত্র কিয়ান। ডার্বি বরাবরই তারকার জন্ম দেয়। শনিবার গোয়ায় অভিষেক ডার্বিতেই হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিলেন কিয়ান। এটিকে মোহনবাগান যেমন ভবিষ্যতের তারকা পেল, তেমনই রয় কৃষ্ণর চাপও অনেকটাই কমল, তাতে কোনও সন্দেহ নেই। কিয়ানের হ্যাটট্রিকের সুবাদে ইস্টবেঙ্গলকে ৩-১ গোলে হারাল এটিকে মোহনবাগান। শনিবার বলের ওপর দখল বেশি থাকলেও ম‍্যাচের শুরু থেকেই কিন্তু এটিকে মোহনবাগান ছিল কিছুটা ছন্দহীন। তুলনায় লিগ তালিকার শেষে থাকা এসসি ইস্টবেঙ্গল শুরুতেই চমকে দিয়েছিল।

নিজেদের মধ‍্যে পাসিং ফুটবল খেলে বাগান রক্ষনে বারবার আক্রমণ করছিলেন লাল-হলুদের ফুটবলাররা। প্রধমার্ধে গোল শূন‍্য থাকলেও ম‍্যাচের চারটি গোলই হল দ্বিতীয়ার্ধে। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই এটিকে মোহনবাগানের আক্রমণের পুরনো ঝাঁজ দেখা যাচ্ছিল। শুরুতেই লিস্টনের একটি বাঁকানো শট বারে লেগে বেরিয়ে যায়। এরপরেই এগিয়ে যায় এসসি ইস্টবেঙ্গল। পেরোসেভিচ বাঁ দিক থেকে ভেতরে ঢুকে শট নিয়েছিলেন। দুর্দান্ত বাঁচান অমরিন্দর। সেই কর্নার থেকেই ৫৬ মিনিটে গোল করে এসসি ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সিডল। গোল হজম করার পর বাগান কোচ হুয়ান ফেরান্দো মাঠে নামান কিয়ান নাসিরিকে। এই একটা পরিবর্তনই ম্যাচের রং বদলে দিল।

Advertisement

শনিবার ফিজিয়ান স্ট্রাইকার তথা গোল মেশিন রয় কৃষ্ণকে ছাড়াই মাঠে নেমেছিল মোহনবাগান। কিন্তু এদিন তাঁর অভাব মুছে দিলেন কিয়ান। ৬০ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান কিয়ান। তার এক মিনিটের মধ্যেই পেনাল্টি পেয়েও বারের উপর দিয়ে উড়িয়ে গোল নষ্ট করেন ডেভিড উইলিয়ামস। ম‍্যাচের বয়স যখন ৯০ মিনিট, তখনও খেলার ফলাফল ১-১। সবাই যখন ধরেই নিয়েছেন অমীমাংসিত ভাবেই ম‍্যাচ শেষ হবে ঠিক তখনই বাজিমাত করলেন কিয়ান। শেষ দু’মিনিটের কিয়ান ঝড়। আর তাতেই ইস্টবেঙ্গলের আশা শেষ। নিভে গেল মশলা। ৯৩ ও ৯৪ মিনিটে পরপর দু’টি গোল করে নিজে হ‍্যাটট্রিক করে এটিকে মোহনবাগানকে জয় এনে দিলেন জামশিদ পুত্র কিয়ান। এই মরশুমেও ডার্বি জয় অধরাই থেকে গেল এসসি ইস্টবেঙ্গলের।

Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.