ভাইরাল খবর
১১ জঙ্গিকে গ্রেফতার করে বড়সড় নাশকতা আটকাল জম্মু-কাশ্মীর পুলিশ

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বিভিন্ন জঙ্গি সংগঠন ভারতে নাশকতার জন্য বহুদিন ধরেই কাশ্মীরের জমি ব্যবহার করছে। একদিকে যেমন জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে, আবার তেমনই অস্ত্রের আদান প্রদানের চেষ্টাও করে। এক জঙ্গি সংগঠন অন্য জঙ্গি সংগঠনের সহযোগিতায় তাদের বিস্তার ঘটায়।
পাশাপাশি নাশকতার চেষ্টা করে। সেই রকমই দুই জঙ্গি সংগঠনের ১১ জন সদস্যকে গ্রেফতার করল জম্মু-কাশ্মীর পুলিশ। জানা গিয়ছছে, ওই ১১ জন জঙ্গি জয়েস ই মহম্মদের দু’টি মডিউল সংগঠনের সদস্য। ওই জঙ্গিদের গ্রেফতার করে বড়সর নাশকতার চেষ্টা ব্যর্থ করল জম্মু-কাশ্মীর পুলিশ। জঙ্গিদের গ্রেফতারের পাশাপাশি বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করল পুলিশ। জঙ্গিরা জেরায় স্বীকার করেছে পুলিশের এবং সেনাবাহিনীর ওপর হামলার ছক ছিল তাদের। তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীর পুলিশ। ওই জঙ্গি সংগঠনের সঙ্গে আর কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া পাকিস্তানের কোনও সংগঠনের মদতপুষ্ট কিনা, তাও দেখা হচ্ছে।