দেশের খবর
ট্রাম্পের দাবির মুখে জয়শংকরের স্পষ্ট বার্তা: শুল্ক নিয়ে এখনও চূড়ান্ত নয় ভারতের সিদ্ধান্ত

মার্কিন পণ্যের উপর থেকে ভারত সম্পূর্ণ শুল্ক প্রত্যাহার করতে চলেছে—এই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তাঁর এই মন্তব্যকে কার্যত খণ্ডন করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, বাণিজ্য নিয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং আলোচনার প্রক্রিয়া এখনও চলছে।
ঘটনাটি শুরু হয় কাতারের দোহায় আয়োজিত বিজনেস ফোরামে ট্রাম্পের বক্তব্য দিয়ে। সেখানেই তিনি বলেন, “ভারতে শুল্কের হার অত্যন্ত বেশি। মার্কিন পণ্য বিক্রি করা প্রায় অসম্ভব। তবে ভারত এমন একটি বাণিজ্যনীতি গ্রহণ করতে চলেছে যাতে মার্কিন পণ্যে কোনও শুল্কই থাকবে না। এমন প্রস্তাব ভারতই আমাদের দিয়েছে।”
আরও পড়ুন – পাকিস্তানের অনুরোধেও বদলাবে না সিন্ধু চুক্তির সিদ্ধান্ত: বিদেশমন্ত্রী এস জয়শংকর
তবে ট্রাম্পের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়ায়। সংবাদমাধ্যমের জল্পনায় ঘি পড়ে। এরপর বিষয়টি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি বলেন, “ভারত-আমেরিকা বাণিজ্য নিয়ে আলোচনার পর্ব চলছে। এই আলোচনা অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ। যতক্ষণ না সমস্ত বিষয়ে আলোচনা সম্পূর্ণ হয়, ততক্ষণ মন্তব্য করা অনুচিত। তবে আমাদের লক্ষ্য, যেকোনও বাণিজ্য চুক্তিই দু’পক্ষের জন্য লাভজনক হওয়া উচিত।”
প্রসঙ্গত, ট্রাম্প তৃতীয়বার মার্কিন মসনদে বসার পর থেকেই আবারও শুরু হয়েছে শুল্ক আরোপের কড়া অবস্থান। অতীতে ভারতের উপর ২৬ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক চাপিয়েছে তাঁর প্রশাসন, যা পরে ৯০ দিনের জন্য স্থগিত করা হয়। সেই সময়সীমার মধ্যেই চুক্তি চূড়ান্ত করতে চায় নয়াদিল্লি।
এমন এক সময় এই বিতর্ক তৈরি হল, যখন দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আবারও উত্তপ্ত হতে চলেছে। যদিও জয়শংকরের মন্তব্যে স্পষ্ট, নয়াদিল্লি ট্রাম্পের দাবির মুখে মাথা নোয়াতে নারাজ। ভারত এখনও তার স্বার্থকে অগ্রাধিকার দিয়েই আলোচনায় এগোচ্ছে।