উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী ধনখড়, খুশির হাওয়া দেশের বাড়িতে
Connect with us

দেশের খবর

উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী ধনখড়, খুশির হাওয়া দেশের বাড়িতে

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শনিবার সন্ধ্যায় বড় চমক। উপ রাষ্ট্রপতি নির্বাচনেও চমক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ৬ অগাস্ট ভারতের উপ রাষ্ট্রপতি নির্বাচনে NDA দলের তরফে প্রার্থী করা হয়েছে অপ্রত্যাশিত ভাবে চর্চার বাইরে থাকা বাংলার রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) নাম।

এদিকে জগদীপ ধনখড়কে দেশের পরবর্তী উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ঘোষণা করতেই খুশির হাওয়া ধনখড়ের দেশের বাড়িতে। রীতিমত সেলিব্রেশন মুডে চলে গিয়েছে রাজস্থানের জয়পুরে থাকা তাঁর পরিবার-পরিজনরা।

রবিবার সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকারে জগদীপ ধনখড়ের ভাই কুলদীপ ধনখড় বলেন,”ছোটবেলায় তিনি(জগদীপ ধনখড়) অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী ছিলেন। তিনি তার শৈশবকাল ঝুনঝুনুতে কাটিয়েছেন এবং চিতোরগড় মিলিটারি স্কুলে পড়াশোনা করেছেন। এরপর বিএসসি করেন। জয়পুরের মহারাজা কলেজ থেকে স্নাতক এবং রাজস্থান বিশ্ববিদ্যালয় থেকে আইন কোর্সও করেছেন। তিনি একজন অত্যন্ত বিখ্যাত আইনজীবীও বটে”।

Advertisement

আরও পড়ুন: এনডিএ জোটের উপরাষ্ট্রপতি পদপ্রার্থী হচ্ছেন বাংলার রাজ্যপাল জগদীপ ধনকর

আরও জানা গিয়েছে, পশ্চিমবঙ্গের রাজ্যপাল তথা NDA উপ রাষ্ট্রপতি পদপ্রার্থী জগদীপ ধনখড় রাজস্থানের ঝুনঝুনু জেলার বাসিন্দা। তাঁর পরিবারের বেশিরভাগ সদস্যই কৃষিকাজের সঙ্গে যুক্ত। তাঁর শৈশব কেটেছে কিথানায় তার পৈতৃক গ্রাম ঝুনঝুনুতে এবং চিতোরগড়ের মিলিটারি স্কুলে পড়াশোনা করেছেন।

জগদীপ ধনখড়ের ১৭ বছর বয়সী নাতি, দিনো ধনখড় তাঁকে “অনুপ্রেরণামূলক ব্যক্তিত্ব” বলে মনে করেন। ডিনো বলেন, ”আমি কয়েক মিনিট আগেই আমার দাদার সাথে কথা বলেছিলাম। প্রথমে আমরা হোয়াটসঅ্যাপে চ্যাট করছিলাম এবং তারপরে, তিনি আমাকে কল করেছিলেন। তিনি অত্যন্ত অনুপ্রেরণামূলক এবং তিনি শিশুদের জীবনে আরও ভালো করার জন্য উৎসাহিত করে চলেছেন। এমনকি আমি রাজনীতিতে আগ্রহী। আমি তাকে টুইটার, ফেসবুক সহ সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অনুসরণ করি”।

Advertisement

আরও পড়ুন: দিল্লিতে মোদি-শাহর সঙ্গে সাক্ষাৎ ধনকরের, রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে

উল্লেখ্য, আজ রবিবার উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া নিয়ে বৈঠকে বসবেন বিরোধীরা। ভোট হবে আগামী ৬ অগাস্ট। এই নির্বাচনে শুধুই সাংসদরা ভোট দেন।

Advertisement