বিনোদন
আদালতের দ্বারস্থ জ্যাকলিন, কেন জানেন…

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: বেশ কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছেন বলি অভিনেতা জ্যাকলিন ফার্নান্ডেজ। আর্থিক তছরুপের মামলায় নাম জড়িয়েছিল তাঁর। তারপর থেকে ভারতের বাইরে পা রাখার অনুমতি নিতে বারবার তাঁকে ছুটে যেতে হয়েছে আদালতে।
সম্প্রতি ১৫ দিনের জন্য দেশের বাইরে থাকার অনুমতি চেয়েছেন তিনি। আগামী ১৫ দিনের জন্য জ্যাকলিন যাতে আবু ধাবিতে যেতে পারেন আইফার জন্য, সে বিষয়ে অনুমতি চেয়ে আবেদন করেন বলিউড অভিনেত্রী। পাশাপাশি নেপাল, ফ্রান্সেও যাওয়ার অনুমতি চান জ্যাকলিন ফার্নান্ডেজ।
গত বছরই দুবাই যাওয়ার পথে মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে আটকে দেওয়া হয়। সেই সময় তাঁর নামে লুক আউট নোটিশ জারি করেছিল ইডি। ২০০ কোটি তছরুপের মামলায় জড়িয়ে পড়ার পর থেকেই ম্যারাথন জেরার মুখেও পড়তে হয়েছে তাঁকে। তাও মেলেনি স্বস্তি। তাই ফের আরও একবার আদালতের দ্বারস্থ হতে হল তাঁকে।