বিনোদন
এই যেনো মৃত্যুর কম্পিটিশন লেগেছে হিন্দি বিনোদন ইন্ডাস্ট্রিতে। পরপর অস্বাভাবিক মৃত্যু কারা রয়েছেন এর পিছনে

বেঙ্গল এক্সপ্রেসঃ এক সপ্তাহের মধ্যে পরপর তিনটি মৃত্যু। অস্বাভাবিক মৃত্যু নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ। ২২ তারিখেই মারা গিয়েছেন মডেল ও অভিনেতা আদিত্য সিং রাজপুত। আর ২৪ তারিখেই ঘটে গেল আরও দুটি মৃত্যু ঘটনা।
গতকাল রাত্রে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছেন অভিনেত্রী বৈভবি উপাধ্যায়। আর এবার আচমকা হৃদরোগকে আক্রান্ত হয়ে মারা গেলেন জনপ্রিয় টিভি সিরিয়াল অনুপমা সিরিয়ালের অভিনেতা নিতেশ পান্ডে। এর আগেও বহু সিরিয়ালে কাজ করেছেন নীতেশ। নাসিকের লাগাতপুরী অঞ্চলে শুটিং করছিলেন অভিনেতা নীতেশ পান্ডে। শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হন তিনি।
আরও পরুনঃ পাহাড় কে ভালবেসে পাহাড়েই প্রাণ দিলেন নায়িকা
সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন।২৫বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। এছাড়াও বিভিন্ন বড় বড় নায়কদের সাথেও কাজ করেছেন তিনি যেমন শাহরুখ খানের সাথে “ওম শান্তি ওম” এবং সালমান খানের সাথে “দাবাং” এও কাজ করেছেন তিনি। তার এই অস্বাভাবিককর মৃত্যুর খবর জানিয়েছেন তার শ্যালক। মৃত্যুর কথা শুনতে পেয়ে ভেঙে পড়েছেন তার স্ত্রী অর্পিতা পান্ডে।