Russia Ukraine Conflict: মুহুর্মুহ ভেসে আসছে গোলাগুলির শব্দ, নতুন ভোরের আশায় দিন গুনছে ওঁরা
Connect with us

আন্তর্জাতিক

Russia Ukraine Conflict: মুহুর্মুহ ভেসে আসছে গোলাগুলির শব্দ, নতুন ভোরের আশায় দিন গুনছে ওঁরা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা ১৭ দিন ধরে অব্যাহত রুশ-ইউক্রেন দ্বন্ধ। দুই দেশের এই টানাপোড়েনের জেরে মহাবিপদে পড়েছেন ইউক্রেনীয় নাগরিকরা। রুশ হামলার হাত থেকে প্রাণে বাঁচতে দেশ ছাড়ছেন হাজার-হাজার মানুষ। শরণার্থী হিসেবে তাঁদের আশ্রয় দেওয়ার জন্য খুলে দেওয়া হয়েছে প্রতিবেশী দেশ রোমানিয়া,হাঙ্গেরি, পোল্যান্ডের বর্ডার।

শুধু তাই নয়, মুহুর্মুহ রাশিয়ার গোলাবর্ষণ আর বোমা বিস্ফোরণের হাত থেকে বাঁচতে অনেকেই আবার আশ্রয় নিয়েছেন বাঙ্কারে। অন্ধকার বাঙ্কারে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে একপ্রকার উদ্বেগ আর আতঙ্কের মধ্যেই দিন কাটাতে হচ্ছে বহু ইউক্রেনীয় নাগরিককে। শুধু তাই নয়, বেসামরিক ভাবে তৈরি বাঙ্কারে শুধুই প্রাপ্তবয়স্করা নয়, তাঁদের সঙ্গে আশ্রয় নিয়েছে বহু শিশুরাও।

আরও পড়ুন: ন্যাটোর সদস্য পদে আগ্রহী নয় ইউক্রেন, আলোচনায় বসতে রাজি

Advertisement

যদিও অন্ধকার এই বাঙ্কারের মধ্যে থেকেও ভবিষ্যৎ তাঁদের আলোয় ভরে উঠবে সেই আশায় রয়েছেন মধ্যবয়সী এক ইউক্রেনীয় নাগরিক। এদিন তিনি স্থানীয় একটি সংবাদমাধ্যমের কাছে জানান যে, ”অন্ধকার বাঙ্কারের মধ্যে দিন গুজরান করতে যথেষ্ট ভয় লাগছে। প্রতি মুহুর্তে তাড়া করছে রুশ সেনাবাহিনীর হামলার আতঙ্ক। তবুও আমরা আশা রাখছি এই বিপদ থেকে একদিন আমাদের দেশ ঠিক ঘুরে দাঁড়াবে। শত্রুর বিনাশ হবে। আমরা জিতবই, আমাদের সেনাবাহিনী আমরা সবাই লড়ব। আমরা জয় করব।”

আরও পড়ুন: রুশ আগ্রাসনে মারিউপোলে শ্মশানের নিস্তব্ধতা, খোঁড়া হচ্ছে গণকবর

তিনি আরও জানান, এখনও পর্যন্ত সরকারি তরফে আশ্রয় শিবিরগুলিতে প্রয়োজনীয় পথ্য,খাবার জল দেওয়ার ব্যবস্থা করেছে জেলেন্সকি প্রশাসন। তবে ত্রাণ সামগ্রী সরবরাহের সময় মাঝেমধ্যেই রুশ ট্যাংকারের মুখোমুখি হতে হচ্ছে স্বেচ্ছাসেবকদের।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.