Mitthye Premer Gaan Lyrics : মিথ্যে প্রেমের গান -এর লিরিক্স গেয়েছেন ঈশান মিত্র
Connect with us

বিনোদন

মিথ্যে প্রেমের গান -এর লিরিক্স গেয়েছেন ঈশান মিত্র

অনির্বান ভট্টাচার্য্য, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী ও সৌম্য মুখার্জী অভিনীত ‘মিথ্যে প্রেমের গান’ গানটি গেয়েছেন ঈশান মিত্র। গানটির সুর দিয়েছেন কুন্তল দে। মিথ্যে প্রেমের গান টাইটেল ট্র্যাক এর লিরিক্স লিখেছেন অরিত্র সেনগুপ্ত।

মিথ্যে প্রেমের গান
Rate this post
অনির্বান ভট্টাচার্য্য, ইশা সাহা, অর্জুন চক্রবর্তী ও সৌম্য মুখার্জী অভিনীত ‘মিথ্যে প্রেমের গান‘ গানটি গেয়েছেন ঈশান মিত্র। গানটির সুর দিয়েছেন কুন্তল দে। মিথ্যে প্রেমের গান টাইটেল ট্র্যাক এর লিরিক্স লিখেছেন অরিত্র সেনগুপ্ত।

মিথ্যে প্রেমের গান (Mitthye Premer Gaan) লিরিক্স  

তুই থাকিস কথার অপেক্ষায়
আমি থাকি একা কবিতায়,
ভালো থাকার আভিনয় খুব কঠিন
অভিমান আমার ছুটি চায়।
গাই মিথ্যে প্রেমের গান
খুঁজি সত্যি তোমাকে,
এই এত ব্যবধান যাও পেরিয়ে।
এই মৃত সুরে প্রাণ, এনে দাও আমাকে,
তোমার দেওয়া পিছুটানে যাই হারিয়ে…
তোমায় আজ না পেলে
আমার কি বা এসে যায়,
তোমাকে আড়ালে এই গান ভালোবেসে যায়।
ভাল থাকার আভিনয় খুব কঠিন
অভিমান আমার ছুটি চায়।
গাই মিথ্যে প্রেমের গান
খুঁজি সত্যি তোমাকে,
এই এত ব্যবধান যাও পেরিয়ে।
এই মৃত সুরে প্রাণ, এনে দাও আমাকে,
তোমার দেওয়া পিছুটানে যাই হারিয়ে…

Mitthye Premer Gaan Song Credits :

Song : Mitthye Premer Gaan
Singer :
Ishan Mitra
Music :
Kuntal De
Lyrics :
Aritra Sengupta
Music arranged And produced by :
Kuntal De
Guitars :  Kuntal De And Someswar Bhattacharya 
Recorded by :  Tanmoy Saha
Mix-Master :  Subhadeep Mitra
Director :  Paroma Neotia
DOP : Soumik Haldar ISC
Producer : Paroma Neotia
Editor :  Subho Pramanik
Label :  SVF Music
Continue Reading
Advertisement