খেলাধুলা
IPL 2025: স্টার্ক ফিরছেন না দিল্লি দলে, কাটা যাবে প্রায় ৩.৮৫ কোটি টাকা

IPL-এর শেষ পর্বে বড় ধাক্কা খেল দিল্লি ক্যাপিটালস। দলে আর ফিরছেন না অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্ক। ফলে চলতি টুর্নামেন্টের শেষ তিনটি ম্যাচে তাঁকে পাচ্ছে না দিল্লি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রস্তুতির জন্যই এই সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক।
১১ জুন শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। আর তার এক সপ্তাহ আগে, ৩ জুন নির্ধারিত IPL ফাইনাল। সেই সূচির কথা মাথায় রেখেই বাকি ম্যাচগুলিতে অনুপস্থিত থাকার সিদ্ধান্ত নিয়েছেন স্টার্ক।
স্টার্কের এই সিদ্ধান্তে আর্থিক দিক থেকেও ক্ষতির মুখে পড়বেন তিনি। ১১ কোটি ৭৫ লক্ষ টাকায় দিল্লি তাঁকে দলে নিলেও পুরো টুর্নামেন্টে না খেলায় প্রায় ৩ কোটি ৮৫ লক্ষ টাকা কাটা যেতে পারে তাঁর পারিশ্রমিক থেকে। তবে আইপিএলে দিল্লির হয়ে সবচেয়ে বেশি উইকেট সংগ্রহকারী এই পেসার যে দলের বোলিং আক্রমণে নেতৃত্ব দিয়েছিলেন, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই তাঁর অনুপস্থিতি দিল্লির প্লে-অফ সম্ভাবনার ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে।
স্টার্কের জায়গায় দলে নেওয়া হয়েছে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্কের পরিবর্ত হিসেবে ৬ কোটি টাকা দিয়ে তাঁকে দলে নেওয়া হলেও, তাঁর খেলা নিয়েও তৈরি হয়েছে সংশয়। কারণ তিনি সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ খেলতে দেশ ছেড়েছেন এবং ১৮ মে-র আগে IPL-এ যোগ দিতে পারবেন না।
এই অবস্থায় আরও কিছু বিদেশি খেলোয়াড়ের ভবিষ্যত নিয়েও অনিশ্চয়তা রয়ে গেছে। ফ্যাফ ডু’প্লেসি খেলবেন কি না, সেই বিষয়ে এখনও দিল্লি নিশ্চিত নয়। তবে ট্রিস্টিয়ান স্টাবস লিগ পর্বে থাকলেও প্লে-অফ খেলবেন না, কারণ তিনিও দেশে ফিরে যাবেন টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য।
অন্যদিকে, মিচেল স্টার্ক না এলেও অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং ট্র্যাভিস হেড ভারতের মাটিতে থাকবেন। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে তাঁরা খেলবেন, যেহেতু দল প্লে-অফে উঠতে পারবে না বলে আশা করা হচ্ছে। তাই তাঁরা লিগ পর্ব শেষ করেই ফিরে যেতে পারবেন দেশে।