ভাইরাল
IPL 2025: Jio-র সেরা ডেটা প্ল্যান, মোবাইলেই হাই কোয়ালিটিতে খেলা দেখুন

IPL ফের শুরু হতে চলেছে ১৭ মে থেকে। সীমান্ত সংঘর্ষের জেরে এক সপ্তাহ স্থগিত থাকার পর আবারও মাঠে ফিরছে ক্রিকেটের এই মহা আয়োজন। ক্রিকেটপ্রেমীদের উৎসাহও তুঙ্গে। তবে অফিস, কলেজ কিংবা চলাফেরার ফাঁকে ম্যাচ দেখার জন্য মোবাইলে লাইভ স্ট্রিমিং-ই ভরসা। আর সেই কারণেই বাড়ছে মোবাইল ডেটা চাহিদা।
Jio বুঝে নিয়েছে গ্রাহকদের এই প্রয়োজন। তাই IPL মরশুমে দারুণ কিছু রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে সংস্থা, যা কম খরচে দেবে প্রচুর ডেটা ও বিনা বাধায় খেলা দেখার সুবিধা। দেখে নিন কোন প্ল্যানে আপনার বাজেট ও প্রয়োজনের সেরা মিল!
🔹 Jio ₹100 Add-On Plan:
আপনি যদি হালকা ডেটার প্রয়োজন অনুভব করেন, তাহলে এই অ্যাড অন প্ল্যান হতে পারে আপনার জন্য পারফেক্ট। মাত্র ১০০ টাকায় পাবেন ৫ জিবি ডেটা এবং ৯০ দিনের জন্য Disney+ Hotstar অ্যাক্সেস। তবে এতে কল বা মেসেজ সুবিধা নেই।
🔹 Jio ₹195 Cricket Data Pack:
বিশেষভাবে IPL প্রেমীদের জন্য তৈরি এই প্ল্যানে মিলবে ১৫ জিবি ডেটা এবং Disney+ Hotstar-এর ৯০ দিনের সাবস্ক্রিপশন। হাই কোয়ালিটিতে ভিডিও স্ট্রিমিং-এর জন্য আদর্শ, তবে কল বা মেসেজিং সুবিধা নেই।
🔹 Jio ₹949 Add-On Plan:
যারা এক রিচার্জে ডেটা, কল এবং মেসেজ—সব কিছু একসঙ্গে চান, তাদের জন্য এই প্ল্যান একেবারে উপযুক্ত। প্রতিদিন মিলবে ২ জিবি ৪জি ডেটা, যেখানে ৫জি নেটওয়ার্ক রয়েছে সেখানে সেই সুবিধাও পাওয়া যাবে। এছাড়াও প্রতিদিন ১০০টি মেসেজ ও আনলিমিটেড কল, মেয়াদ ৮৪ দিন। সঙ্গেই Disney+ Hotstar সাবস্ক্রিপশন।
এই IPL মরশুমে তাই জিও গ্রাহকদের জন্য থাকছে পুরো বিনোদনের নিশ্চয়তা, আর তাও একদম পকেটসই দামে!