খেলা-ধূলা
‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’! আবারও প্রমাণ করলেন ‘ভিন্টেজ’ ধোনি

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: শরীরে বয়সের ছাপ পড়েছে। গালের চামড়া কুঁচকেছে। সাদা হয়েছে চুল। ‘বুড়ো’ হলেও সিংহের গর্জনটা একই রকম রয়ে গিয়েছে। বৃহস্পতিবার নৈশালোকের ডিওয়াই পাটিল স্টেডিয়াম থেকে বয়স, ফর্ম নিয়ে চলা আলোচনা-সমালোচনা গুলোকে হেলিকপ্টার শটে আরব সাগরের জলে ফেলে দিলেন। এবং আরও একবার বুঝিয়ে দিলেন, তিনি এখনও ‘ফিনিশ’ হয়ে যাননি, আগের মতোই বিশ্বের সেরা ফিনিশার।
সেই সঙ্গে বছর চল্লিশের ‘বুড়ো’ খেলার মাঠের আরও দু’টা প্রচলিত কথাকে মনে করিয়ে দিলেন- বয়সটা নেহাতই সংখ্যা মাত্র এবং ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট।’ তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি। বৃহস্পতিবার আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স-এর বিরুদ্ধে চেন্নাইয়ের শেষ ওভারে দরকার ছিল ১৭ রান। সকলে ধরেই নিয়েছিল এবারের আইপিএলে সাত নম্বর ম্যাচে এসে প্রথম জয় পেতে চলেছে রোহিত শর্মার দল। কিন্তু শেষ ৪ বলে ১৬ রান করে সিএসকে কে দ্বিতীয় জয় এনে দিলেন এমএসডি। বছর খানেক আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে পাকাপাকিভাবে বিদায় জানালেও মাহি বুঝিয়ে দিলেন, তিনি এখনও সমানভাবেই প্রাসঙ্গিক।
আর ধোনির এই প্রাসঙ্গিকতা প্রমাণের খেলায় এবারের আইপিএল থেকেই অপ্রাসঙ্গিক হয়ে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ১৫ বছরের আইপিএলের ইতিহাসে এই প্রথম কোনও দল টানা প্রথম সাতটি ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে মুম্বই ইন্ডিয়ান্স ৭ উইকেটে ১৫৫ তুলেছিল। জবাবে ১৯ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৩৯ রান তোলে চেন্নাই। শেষ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ১৭ রান।
আরও পড়ুন: ছিটকে গেলেন মিলনে, চেন্নাইয়ে যোগ দিচ্ছেন জুনিয়র মালিঙ্গা!
জয়দেব উনাদকাটের প্রথম বলেই ফিরে যান প্রিটোরিয়াস। তাঁর জায়গায় নামা ব্রাভো দ্বিতীয় বলে সিঙ্গল নিয়ে ধোনিকে দেন। তখন দরকার ৪ বলে ১৬ রান। গ্যালারিতে তখন মুম্বইয়ের সর্মথকরা জয়ের সেলিব্রেশন শুরু করে দিয়েছে। তখনই কাহানি মে টুইস্ট। শুরু হল ধোনি ধামাকা। তৃতীয় বলে ছক্কা, চতুর্থ বলে বাউন্ডারি। তখনই ডিওআই পাটিলের গ্যালিরেতে নীল উচ্ছ্বাস ফিকে হয়ে রব উঠে গিয়েছে ‘মাহি মার রাহা হ্যায়’। তখনও সুতোয় ঝুলছে ম্যাচের ভাগ্য। ২ বলে দরকার ৬ রান। পঞ্চম বল মিড উইকেটে ঠেলে নিলেন ২ রান। আর ম্যাচের শেষ বলে বাউন্ডারি। যাকে বলে ‘পোয়েটিক জাস্টিস’।
আরও পড়ুন: আবাহনীর বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে প্রথম হ্যাটট্রিক করে উচ্ছ্বসিত উইলিয়ামস
গোটা বিশ্ব আরও একবার দেখল ভিন্টেজ ধোনিকে। ধোনির এই ইনিংস দেখে গোটা বিশ্বের বর্তমান এবং প্রাক্তন ক্রিকেটাররা টুইট করে আরও একবার কুর্নিশ জানিয়েছেন ধোনিকে। প্রাক্তন পেসার আরপি সিং তো দাবিও তুলে দিলেন, ‘বিশ্বকাপের কথা মাথায় রেখে অবসর ভেঙে ফিরে আসুক ধোনি।’ ১৩ বলে ২৮ রান করে অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন ধোনি। সেই সঙ্গে ‘তিনি এখনও পারেন’- সেই বিশ্বটাও অপরাজিত থেকে গেল কোটি কোটি ভক্তের মনে। জয়ের হাসি মুখে নিয়ে মাঠ ছাড়ার সময় পূর্বসূরীকে টুপি খুলে স্যালুট জানাতে দেখা গেল তাঁরই উত্তরসূরী তথা দলের অধিনায়ক রবীন্দ্র জাদেজাকে।