দময়ন্তী সেনের নজরদারিতে রাজ্যের ৪ ধর্ষণের ঘটনার তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের
Connect with us

বাংলার খবর

দময়ন্তী সেনের নজরদারিতে রাজ্যের ৪ ধর্ষণের ঘটনার তদন্ত, নির্দেশ কলকাতা হাইকোর্টের

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: কলকাতার জয়েন্ট সিপি-২ দময়ন্তী সেনের নজরদারিতে হবে ইংরেজ বাজার, মাটিয়া দেগঙ্গা, বাঁশদ্রোণী ধর্ষণ কাণ্ডের তদন্ত। মঙ্গলবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ দিতে গিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ, পার্কস্ট্রিট ধর্ষণকাণ্ডের উদাহরণ টেনে এনেছে। প্রধান বিচারপতি বলেছেন, বিগত দিনের অভিজ্ঞতা বলছে দময়ন্তী সেন নিরপেক্ষভাবে তদন্ত করেছেন।

আরও পড়ুন – ঝোপের ভিতর পড়েছিল তিনটি ব্যাগ, খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের

প্রসঙ্গত প্রায় এক দশক আগে ঘটে যাওয়া পাক স্ট্রিট গণধর্ষণের ঘটনার তদন্ত করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান দময়ন্তী সেন। তার পরিপ্রেক্ষিতেই এদিন প্রধান বিচারপতি এই মন্তব্য করেছেন বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি, মঙ্গলবার আদালতে এও জানিয়েছে, যদি দময়ন্তী সেন এই দায়িত্ব নিতে না চান তাহলে তিনি তা সরাসরি আদালতকে জানাতে পারবেন। মামলার পরবর্তী শুনানি ২০ এপ্রিল। এই চার ধর্ষণের ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ যে যে পদক্ষেপ নিয়েছে, তা খতিয়ে দেখবেন দময়ন্তী সেন। যেখানে পুলিশ বা যেখানে সিট তদন্ত করছে, তার তদন্ত প্রক্রিয়াও খতিয়ে দেখবেন দময়ন্তী সেন। যদি তদন্ত ঠিক পথে না হয়, তাহলে সিবিআই-এর মতো কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে ভবিষ্যতে তদন্ত করানোর ইঙ্গিতও দিয়েছে আদালত।

Advertisement

আরও পড়ুন – শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের পরই হাঁসখালির ঘটনা নিয়ে মুখ্যসচিবের থেকে রিপোর্ট তলব রাজ্যপালের

মঙ্গলবার শুনানির সময় হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘দুই-তিনটি ঘটনা পরপর ঘটল! কী হচ্ছে? কেন হচ্ছে? আমি বাকরুদ্ধ।’ প্রধান বিচারপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, ‘দিল্লি, উত্তরপ্রদেশের মতো অন্যান্য রাজ্যে এই ধরনের ঘটনা ঘটে। তবে কলকাতা অনেক নিরাপদ শহর। যে সমস্ত ঘটনা ঘটছে তার জন্য আমি খুবই দুঃখিত।’ তবে হাঁসখালি ধর্ষণের ঘটনায় তদন্তের নজরদারির দায়িত্ব দময়ন্তী সেনকে দেয়নি কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন – মেয়ের সঙ্গে কুকীর্তির অভিযোগ, কাঠগড়ায় বাবা

Advertisement