International Day of Families 2022: সুখে-দুঃখে সবসময় পাশে পাই, জানুন এই দিনের গুরুত্ব
Connect with us

ভাইরাল খবর

International Day of Families 2022: সুখে-দুঃখে সবসময় পাশে পাই, জানুন এই দিনের গুরুত্ব

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ‘পরিবার’ চার অক্ষরের এই শব্দটি শুনতে যতটা সহজ লাগে এই শব্দের ভার ততটাই গভীর। কারণ সেই প্রাচীন কাল থেকে মানব সমাজ হোক কিংবা পশুদের সমাজ, পরিবার শব্দটির সঙ্গে আমরা প্রত্যেকেই ভীষণ ভাবে জড়িত।

পরিবার হল আমাদের জীবনে এমন একটি অংশ যেখানে সারাদিনের শেষে এসে মন খুলে কথা বলতে পারা যায়। ভাগ করে নেওয়া যায় সুখ-দুঃখের গল্প। সুখের দিনে হোক কিংবা দুঃসময় পরিবার থাকে পাশে সবসময়। আর তাইতো আমাদের সকলের জীবনে পরিবারে গুরুত্ব ঠিক কতখানি তা বোঝাতে প্রতিবছর ১৫ মে পালন করা হয় বিশ্ব পরিবার দিবস।

আধুনিকতার ছোঁয়ায় যৌথ পরিবার বিলুপ্তির পথে। এখন এক কামরার ছোট্ট ফ্ল্যাটেই স্ত্রি-সন্তানকে নিয়ে একা থাকতে পছন্দ করেন বেশিরভাগ লোকই। যারফলে আমাদের জীবন থেকে ক্রমশ হারিয়ে যেতে বসেছে ঠাকুমা-দাদুর আদর ভালবাসা। খুড়তুতো-জ্যাঠতুতো সব ভাইবোনেরা মিলে হাসি-ঠাট্টা মজা করার দিনগুলি আজ ক্রমশ ভিড় করছে স্মৃতির পাতায়। সেখানে দাঁড়িয়ে ‘বিশ্ব পরিবার দিবস’ আমাদের বার্তা দেয় একা নয় একসঙ্গে চলার। যদিও আমরা এই কথা যে কতটা মেনে চলি তা হলফ করে বলা দুষ্কর।

Advertisement

আরও পড়ুন: প্রেম করব, কিন্তু বিয়ে করব না!

১৯৮০-এর দশকে রাষ্ট্রসঙ্ঘ পরিবার-সম্পর্কিত উদ্বেগকে গুরুত্ব দিয়েছিল। রাষ্ট্রসঙ্ঘ সেই সময় জনসাধারণের মধ্যে পারিবারিক সমস্যা এবং চাহিদা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এবং সেইসঙ্গে একজন মানুষের জীবনে পরিবার কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলি তুলে ধরে বিশ্লেষণ করতে থাকে।

এরপর ১৯৮৯ সালের ৯ ডিসেম্বর রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদ একটি রেজোলিউশনে আন্তর্জাতিক পরিবার দিবসের কথা ঘোষণা করে। ১৯৯৩ সালে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ পরিষদ ১৫ মে’কে আন্তর্জাতিক পরিবার দিবস হিসেবে ঘোষণা করে। এই দিনটির বিশেষ গুরুত্ব হল, বিশ্বজুড়ে পরিবারগুলির জন্য উন্নত জীবনযাত্রার অবস্থা এবং সামাজিক অগ্রগতির জন্য মানুষকে কাজ করতে অনুপ্রাণিত করা এবং মানুষকে আরও বেশি করে একজোট রাখা।

Advertisement

এই বছর বিশ্ব পরিবার দিবসের থিম হল ‘পরিবার এবং নগরায়ন’। এর লক্ষ্য হল, পরিবার-বান্ধব নগর নীতির প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সমগ্র বিশ্ব জুড়ে পরিবারগুলির জীবনযাত্রা প্রভাবিত করে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদীয়মান প্রবণতাগুলির মধ্যে একটি হল নগরায়ন।

আরও পড়ুন: সাবধান! বাড়ন্ত কোমরের মাপ থেকে হতে পারে মারণ রোগ

উন্নত মানের নগরায়ণের মূল লক্ষ্য হল যেমন, দারিদ্র্য দূরীকরণ, সুস্বাস্থ্য এবং সম্পদ অর্জনের সঙ্গে সম্পর্কিত। মানুষের মধ্যে বৈষম্য হ্রাস করাই হল বিশ্ব পরিবার দিবস পালনের মূল লক্ষ্য।

Advertisement
Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.