দেশের খবর
ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়ালো ‘আইএনএস ভেলা’

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ভারতীয় নৌবাহিনীর শক্তি বাড়াতে স্করপেন গোত্রের একটি ডুবোজাহাজ ‘আইএনএস ভেলা’ বৃহস্পতিবার নৌবাহিনীর অন্তর্ভুক্ত হল। সরকার পরিচালিত মঝগাঁও শিপবিল্ডার্স লিমিটেড এই জাহাজটি তৈরি করেছে।
এটি ভারতের স্করপেন গোত্রের চতুর্থ ডুবোজাহাজ। ভারত ও ফ্রান্সের যৌথ কৌশলী অংশীদারিত্বের অংশ হিসেবেই এটি তৈরি হয়েছে। ২০১৭ সালে আইএনএস কালভারি, ২০১৯ সালে আইএনএস খান্ডেরির পর ২০২১ সালে আইএনএস করঞ্জ নৌবাহিনীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়। এবার এল আইএনএস ভেলা। সমুদ্রে নিজেদের শক্তি বাড়াতে একের পর এক ডুবোজাহাজ অন্তর্ভুক্ত হচ্ছে নৌবাহিনীতে।
বৃহস্পতিবার মুম্বইয়ে নৌসেনা প্রধান অ্যাডমিরাল করমবীর সিংয়ের উপস্থিতিতে মুম্বইয়ের সেনাবন্দরে আত্মপ্রকাশ করে সাবমেরিনটি। একসঙ্গে আটজন নৌ-আধিকারিক এবং ৩৫ জন সেনা বহনের ক্ষমতা রয়েছে এই জাহাজের। রয়েছে সি৩০৩ অ্যান্টি টর্পেডো কাউন্টার মেজার সিস্টেম। একসঙ্গে ১৮টি টর্পেডো বহন করতে পারে ‘ভেলা’। রয়েছে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রও।