ভাইরাল
হংকং-সিঙ্গাপুরে ফের করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী, উদ্বেগে বিশ্ব

ফের কি ফিরে আসছে সেই আতঙ্কের দিন? হংকং ও সিঙ্গাপুরে হু-হু করে বাড়ছে করোনা সংক্রমণ। পুনরায় নতুন করে সংক্রমণের ঊর্ধ্বগতি নজরে আসছে পূর্ব এশিয়ার এই দুই গুরুত্বপূর্ণ শহরে। উদ্বেগের সুর শোনা যাচ্ছে স্বাস্থ্য বিশেষজ্ঞদের কণ্ঠেও।
ব্লুমবার্গের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, হংকংয়ে করোনা সংক্রমণ এবং মৃত্যু—দু’টিই বাড়ছে। ৩ মে পর্যন্ত কোভিডে প্রাণ হারিয়েছেন ৩১ জন। হাসপাতালগুলিতে বাড়ছে কোভিড আক্রান্তের ভিড়। অন্যদিকে সিঙ্গাপুরেও সংক্রমণ গত সপ্তাহের তুলনায় ২৮ শতাংশ বেড়ে পৌঁছেছে প্রায় ১৪,২০০-তে। যার মধ্যে ৩০ শতাংশ রোগীকেই হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয়েছে—এই সংখ্যা গত এক বছরের নিরিখে সর্বোচ্চ।
স্বস্তির বিষয়, এখনও পর্যন্ত নতুন কোনও ভ্যারিয়্যান্টকে অতিরিক্ত সংক্রামক হিসেবে চিহ্নিত করেনি প্রশাসন। তবে স্থানীয় স্বাস্থ্য দফতর এবং প্রশাসন সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে।
চিনেও ছবিটা খুব একটা স্বস্তিদায়ক নয়। গত পাঁচ সপ্তাহের তুলনায় সেখানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। এপ্রিল মাসে থাইল্যান্ড থেকেও সংক্রমণ বৃদ্ধির খবর মিলেছিল।
এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে—ভারতে কি আবার ফিরতে চলেছে করোনার চোখরাঙানি?
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য বলছে, এখনই আতঙ্কিত হওয়ার কারণ নেই। দেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা মাত্র ৯৩ জন। প্রশাসনের মতে, এই মুহূর্তে নতুন করে কোনও ভয়াবহ ঢেউ আসার সম্ভাবনা নেই।
২০১৯ সালের শেষ থেকে শুরু হওয়া কোভিড অতিমারীতে বিশ্বের ৭০ লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। সেই ভয়ঙ্কর দিনগুলো যেন আর ফিরে না আসে—এটাই এখন গোটা বিশ্বের প্রার্থনা। তবে সতর্কতা ও স্বাস্থ্যবিধি মেনে চলাই আগামী দিনের প্রধান অস্ত্র।