দেশের খবর
পাকিস্তানের অনুরোধেও বদলাবে না সিন্ধু চুক্তির সিদ্ধান্ত: বিদেশমন্ত্রী এস জয়শংকর

সিন্ধু জলচুক্তি নিয়ে পাকিস্তানের বারবার কাকুতি-মিনতি ভারতের অবস্থানকে একচুলও নড়াতে পারছে না। বৃহস্পতিবার সাফ ভাষায় তা জানিয়ে দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। তিনি স্পষ্ট জানিয়ে দেন, এই জলচুক্তি আপাতত স্থগিত থাকবে, যতদিন না পাকিস্তান সীমান্ত পেরিয়ে সন্ত্রাস ছড়ানো বন্ধ করে।
পাকিস্তানের পক্ষ থেকে সম্প্রতি নয়াদিল্লিকে চিঠি দিয়ে সিন্ধু জলচুক্তি বাতিল না করার অনুরোধ করা হয়। কারণ, চুক্তি বাতিল হওয়ার জেরে পাকিস্তানে তৈরি হয়েছে এক বিরাট জল সংকট। কোথাও ভয়াবহ জলকষ্ট, কোথাও আকস্মিক বন্যা। সাধারণ মানুষের দুর্ভোগ চরমে। আর এই অবস্থাতেই ভারতের কাছে ফের মিনতি জানিয়েছে ইসলামাবাদ।
আরও পড়ুন – দেশপ্রেমের এক নিদর্শন! ৮ বছরের শিশু ভাঁড়ভর্তি টাকা নিয়ে হাজির জেলাশাসকের দপ্তরে
কিন্তু জয়শংকর স্পষ্ট জানিয়ে দিয়েছেন, “সিন্ধু জলচুক্তি আপাতত স্থগিত। সন্ত্রাস বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থানেই অনড় থাকবে ভারত।” একইসঙ্গে তিনি বলেন, “কাশ্মীর ইস্যুতে একমাত্র আলোচ্য বিষয় হতে পারে, সেটি হল পাক অধিকৃত কাশ্মীর খালি করার প্রসঙ্গ।”
তিনি আরও যোগ করেন, “যে পাকিস্তান ৭ মে পর্যন্ত ভারতের সঙ্গে কথাবার্তায় আগ্রহী ছিল না, আজ তারাই আলোচনায় বসতে চাইছে। এতে পরিষ্কার বোঝা যায়, আসলে কারা সংঘর্ষবিরতির প্রস্তাব এনেছিল।” তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতা প্রসঙ্গে তিনি কোনও মন্তব্য করতে চাননি।
প্রসঙ্গত, পহেলগাঁও হামলার পরই নয়াদিল্লি সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয় এবং শুরু করে ‘অপারেশন সিঁদুর’। সেই অভিযানে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করা হয়। নিহত হয় বহু সন্ত্রাসবাদী। পরবর্তী সময়ে পাকিস্তানের অনুরোধে সংঘর্ষবিরতিতে সায় দিলেও, সিন্ধু জলচুক্তি বাতিলের সিদ্ধান্তে অটল থেকেছে ভারত।