ওয়াটার পার্কের স্ন্যাপ রাইডিং ভেঙে ৩০ ফুট নীচে পড়লেন যাত্রীরা
Connect with us

আন্তর্জাতিক

ওয়াটার পার্কের স্ন্যাপ রাইডিং ভেঙে ৩০ ফুট নীচে পড়লেন যাত্রীরা

Parama Majumder

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: সপ্তাহান্তে একটু ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াতে কে না চাই। তাই তো উইক এন্ডে প্রিয়জনদের সঙ্গে সুন্দর মুহুর্ত কাটাতে অনেকেরই গন্তব্য হিসেবে প্রথম পছন্দ নানারকম বিনোদন পার্ক।

এই বিনোদন পার্কে গিয়েই ঘটল বিপত্তি। ৩০ ফুট উপর থেকে জলের মধ্যে আছড়ে পড়লেন পার্কে আগত যাত্রীরা। ঠিক কী ঘটেছিল? জানা গিয়েছে সুদূর ইন্দোনেশিয়ার (Indonesia)-Kenjeran এর ওয়াটার পার্কে স্লাইডস স্ন্যাপ রাইডিং-এ চড়ার সময় ঘটে ওই বিপত্তি।

স্লাইড চড়ার সময় আচমকা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ওই রাইডটি। ঘটনায় প্রায় ৩০ ফুট উঁচু থেকে নীচে জলের মধ্যে পড়ে যান স্লাইডস স্ন্যাপ রাইডিং-এ থাকা মোট ১৬ জন আরোহী।

Advertisement

জানা গিয়েছে, ঘটনাটি গত ৭ মে ঘটলেও বৃহস্পতিবার বিষয়টি প্রকাশ্যে আসে। আর ঘটনার ভিডিয়ো ভাইরাল হতেই ব্যাপক হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়ো দেখা গিয়েছে, জলের মধ্যে রাইড চলাকালীন স্ন্যাপ রাইডিং-টি হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ে। ‘

আরও পড়ুন: দেশ ছেড়ে পালাতে পারবেন না মাহিন্দা, কারণ জানাল শ্রীলঙ্কা আদালত

ঘটনায় আহত হন ১৬ জন। অত উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ায় যাত্রীদের মধ্যে অনেকেরই শরীরের বিভিন্ন হাড় ভেঙে গিয়েছে। দ্রুত তাঁদের উদ্ধার করে পাঠানো হয়েছে স্থানীয় হাসপাতালে।

Advertisement

বিনোদন পার্কে এসে জলকেলি করতে গিয়ে এই ধরণের দুর্ঘটনা ঘটায় এই বিষয়ে গভীর অনুতাপ প্রকাশ করেছেন ইনফদোনেশিয়ার সূর্যবায়া শহরের ডেপুটি মেয়র আরমুজি ( Armuji)। তিনি বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তের রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন পার্ক কর্তৃপক্ষের কাছে।

আরও পড়ুন: অর্থনীতির বেহাল দশার মধ্যেই ঘোষিত হল দ্বীপরাষ্ট্রের নতুন প্রধানমন্ত্রীর নাম

অন্যদিকে শহরের মেয়র Eri Cahyadi জানিয়েছেন, ঘটনার দায় সম্পূর্ণভাবে পার্ক কর্তৃপক্ষের। তাঁদের দেখা উচিত ছিল রাইডিং-গুলির যন্ত্রাংশ ঠিকমতো চলছে কি না! এছাড়াও ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করে তাঁদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার তিনি বহন করবেন বলে জানিয়েছেন।

Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.