বাংলার খবর
শান্তিনিকেতনে গণধর্ষণের শিকার আদিবাসী তরুণী

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: রাজ্যে ফের আদিবাসী নির্যাতনের ঘটনা ঘটল। এক আদিবাসী ছাত্রীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল বীরভূমের শান্তিনিকেতন থানার কঙ্কালিতলা পঞ্চায়েতের বোনডাঙ্গা এলাকার তমসুল এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে বাড়িতে ঘুমচ্ছিলেন ওই কিশোরী। সেই সময় কয়েকজন যুবক ওই কিশোরীর মুখে কাপড় বেঁধে তুলে নিয়ে যায়। এবং বাড়ি থেকে বেশ কিছুটা দূরে একটা ভাঙ্গা বাড়িতে গণধর্ষণ করে ফেলে রেখে পালিয়ে যায়। সোমবার সকালে স্থানীয় মানুষজন ওই কিশোরীকে পড়ে থাকতে দেখে প্রথমে স্থানীয় শান্তিনিকেতন থানায় নিয়ে গেলে থানা অভিযোগ নিতে অস্বীকার করে বলে অভিযোগ। প্রায় দু’ঘণ্টা ওই কিশোরীকে থানার বাইরে বিনা চিকিৎসায় অপেক্ষা করতে হয়। এই খবর জানাজানি হতেই দলে দলে আদিবাসী সম্প্রদায়ের লোকজন থানায় উপস্থিত হয়। প্রায় দু’ঘণ্টা পর অভিযোগ গ্রহণ করলে ওই কিশোরীর চিকিৎসা শুরু হয়। জানা গিয়েছে, ওই ছাত্রীর অবস্থা স্থিতিশীল।
এখন ওই ছাত্রীর চিকিৎসা চলছে বীরভূম জেলা হাসপাতালে। ঘটনার তদন্তে নেমে শান্তিনিকেতন থানার পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে। বীরভূম মহকুমা ব্লক আধিকারিক অভিষেক দাস বলেছেন, অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। আর কেউ এর সাথে যুক্ত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজন পড়লে ওই ছাত্রীর গোপন জবানবন্দি নেওয়া হবে।