ধর্ষণের ইঙ্গিত, নামী বডি স্প্রের বিজ্ঞাপন সম্প্রচারে নিষেধাজ্ঞা কেন্দ্রের
Connect with us

দেশের খবর

ধর্ষণের ইঙ্গিত, নামী বডি স্প্রের বিজ্ঞাপন সম্প্রচারে নিষেধাজ্ঞা কেন্দ্রের

Raju Dhara

Published

on

Rate this post

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: ধর্ষণ নিয়ে রসিকতা! নেটিজেনদের প্রবল আপত্তিতে একটি প্রখ্যাত ডিওড্রেন্টের বিজ্ঞাপন প্রত্যাহারের নির্দেশ দিল কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়াল ওই সুগন্ধি ব্র্যান্ডটির বিরুদ্ধে ইতিমধ্যেই দিল্লি পুলিশকে নোটিশ পাঠানোর পাশাপাশি এফআইআর করারও নির্দেশ দিয়েছেন।

সদ্যসমাপ্ত আইপিএল চলাকালীন ‘লেয়ার’ এর ‘শট’ নামক একটি বডি স্প্রের বিজ্ঞাপন প্রচারিত হয়েছিল। সেই বিজ্ঞাপনে দেখা যায় চারজন যুবক দরজা খুলে একটি ঘরে ঢুকে এক যুবক ও যুবতীকে অন্তরঙ্গ মুহূর্তে দেখে। এবং তারা জিজ্ঞাসা করে, ‘তুমি শট নিয়েছো? এবার আমাদের পালা।’ ওই চার তরুণের কথা শুনে চমকে ওঠেন তরুণী৷ সে পিছনে ঘুরে তাকায়৷ তারপর ওই চার যুবকের একজন ঘরের মধ্যে থাকা একটি টেবিল থেকে ‘শট’ বডি স্প্রেটি হাতে তুলে নেয়। তখন বোঝা যায় ওই যুবকেরা ‘শট’ নামে ওই বডি স্প্রে ব্যবহারের করার কথা বলছে।

দেশবাসীর মতে এই বিজ্ঞাপনটিতে যতই বডি স্প্রে ‘শট’ এর কথা বলা হোক না কেন, এই বিজ্ঞাপনের মধ্যে দিয়ে দ্বর্থব্যঞ্জক ভাষায় ধর্ষণকে নিয়ে রসিকতা করা হয়েছে। এই বিজ্ঞাপনটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠে। বিজ্ঞাপনটিকে কুরুচিকর, আপত্তিজনক, অশ্লীল বলে তকমা দেন তারা। নেটিজেনদের অভিযোগ, বিজ্ঞাপনের মোড়কে আসলে ধর্ষণকেই ইঙ্গিত করা হয়েছে।

Advertisement

এরপরই ফেসবুক এবং টুইটার থেকে এই বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেয় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক। ‘লেয়ার’ এর বিরুদ্ধে অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া বিধি ভঙ্গেরও অভিযোগ এনেছে। তারাও বিজ্ঞাপনটিকে জনস্বার্থ বিরোধী বলে জানিয়ে দিয়েছে।

Continue Reading
Advertisement
Ads Blocker Image Powered by Code Help Pro

Ads Blocker Detected!!!

We have detected that you are using extensions to block ads. Please support us by disabling these ads blocker.