দেশের খবর
বৃষ্টির জন্য বাতিল ট্রেন, ক্যাব বুক করে ছাত্রকে গন্তব্যে পৌঁছে দিল ভারতীয় রেল

বেঙ্গল এক্সপ্রেস নিউজ: টানা বৃষ্টিতে বিপর্যস্ত রেল পরিষেবা। একনাগাড়ে মুষলধারা বৃষ্টির ফলে জল জমে গিয়েছে রেল লাইনের মধ্যে। ব্যাহত ট্রেন পরিষেবা। জমা জলের কারণে বাতিল করে দেওয়া হয়েছে গুজরাত থেকে একাধিক রুটের ট্রেন। যারফলে পরীক্ষা দিয়ে বেরিয়ে সমস্যায় পড়েন মাদ্রাজ আইআইটি’র এক ছাত্র। ত্রাতা সেই ভারতীয় রেল।
জানা গিয়েছে, প্রবল বৃষ্টির ফলে গুজরাটের একতানগর থেকে ভাদোদরাগামী ট্রেন বাতিল করে দেয় রেল। কিন্তু ঐ ট্রেনেই ভাদোদরা যাওয়ার কথা ছিল সত্যম গাদভির। সেখান থেকে ট্রেন পাল্টে পরীক্ষা দিতে চেন্নাই যাওয়ার কথা ছিল সত্যমের। বৃহস্পতিবার একতানগর থেকে ৯টা ২০ মিনিটের ট্রেন ধরতে স্টেশনে আসতেই ট্রেন বাতিলের বিষয়টি জানতে পারেন সত্যম।
এবার কীভাবে পৌঁছবেন পরীক্ষাকেন্দ্রে তা ভেবেই আকাশ ভেঙে পড়ে সত্যমের। যদিও বিষয়টি রেলের কানে পৌঁছতেই অ্যাপ ক্যাব বুক করে ঐ ছাত্রকে গন্তব্যে পৌঁছে দিতে সাহায্য করে ভারতীয় রেল।
আরও পড়ুন: ভারতে মাঙ্কিপক্সের থাবা! স্বাস্থ্যবিধি মানতে জারি কেন্দ্রের নয়া গাইডলাইন
पश्चिम रेलवे के चाँदोद – एकता नगर रेल खंड के क्षतिग्रस्त होने के कारण रेल यातायात बंद होने से 20920 एकतानगर- एमजीआर चेन्नई सेंट्रल के एकता नगर – वडोदरा के बीच निरस्त होने के कारण इस ट्रेन के एकतानगर से एकमात्र यात्री को कार से वडोदरा पहुँचाया गया @WesternRly @RailMinIndia pic.twitter.com/6kzLaxCYwu
— DRM Vadodara (@DRMBRCWR) July 13, 2022
শুধু তাই নয়, অ্যাপ ক্যাব থেকে নামার পর তাঁর যাবতীয় জিনিসপত্র ঐ ক্যাবের চালক চেন্নাইগামী ট্রেনে তুলে দেন বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, ঐ ছাত্র জানিয়েছেন একতানগর থেকে ভাদোদরা পর্যন্ত পুরো যাত্রাপথে ভীষণভাবে সহায়তা করেছে ভারতীয় রেল। না হলে তাঁর পরীক্ষা দেওয়া দুষ্কর হয়ে যেত বলেও জানিয়েছেন সত্যম।
আরও পড়ুন: ১৪ বার গর্ভপাত করিয়েও বিয়েতে নারাজ প্রেমিক, অবসাদে আত্মঘাতী তরুণী
এরপর ঐ ছাত্র একটি ভিডিয়ো বার্তায় ভারতীয় রেলের ভূয়সী প্রশংসা করে বলেন,”আজ, আমার যাত্রা সফল করার জন্য আমি একতা নগর এবং ভাদোদরার সমগ্র রেলওয়ে বিভাগের প্রতি অনেক কৃতজ্ঞ। আমি যে ট্রেনটি বুক করেছিলাম সেটি একতানগর থেকে 9:15 এ ছাড়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে ট্র্যাক ভেসে যাওয়ায় শেষ মুহূর্তে ট্রেনটি বাতিল করা হয়। কিন্তু একতা নগরের রেল কর্মীরা আমার কারণে তারা আমার জন্য একটি গাড়ি ভাড়া করে। তারা রেলের প্রতিটি যাত্রীকে কতটা গুরুত্ব দেয় তা তারা দেখিয়েছেন। ড্রাইভার ভালো ছিল”।